সেলিম আলম , মাদ্রিদ : স্পেনের মাদ্রিদে বসবাসরত হবিগঞ্জ জোলাবাসীর উদ্যোগে গত ২০ জুলাই এক ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শাহজালাল লতিফিয়া মসজিদে অনুষ্টিত এ ইফতার মাহফিলে দেশ জাতি ও বিশ্ব মুসলমানদের ঐক্য ও শান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বিশিষ্ট মুরব্বী আবুল খায়ের, সুহেল আহমেদ সামসু, মাহবুব রহমান, সাইফুল আলম এর সহযোগিতায় আয়োজিত ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সায়েদ আহমেদ, আব্বাস উদ্দিন, সফন চৌধুরী, সাইদ মিয়া, সামসুজ্জামান, জাহাঙ্গীর আলম , মিজানসহ কমিউনিটির নেতৃবৃন্দ। ইফতার পূর্ব আলোচনায় রমজান মাসের তাতপর্য তুলে ধরা হয়। অনুষ্টানে গ্রেটার সিলেট ইন স্পেনের সভাপতি আল মামুন, সেক্রেটারী সিফার আহমেদ, মসজিদের খতিব আসাদুজ্জামান রাজ্জাক, খলিলুর রহমানসহ কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।