
এসবিএন ডেস্ক : ঢাকা থেকে ডিবি পরিচয় দিয়ে অপহরণ করে নিয়ে যাওয়া মো. ইলিয়াস (৩৫) নামে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। আশুলিয়ার বিশমাইল এলাকা থেকে সোমবার সন্ধ্যায় অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। অপহৃত মো. ইলিয়াস এমকে ওভারসিস নামে একটি ভিসা প্রসেসিং কোম্পানির পরিচালক।অপহৃতের ছোট ভাই ইসমাইল গণমাধ্যমকে বলেন, দুপুরে মতিঝিলের দিলকুশা এলাকার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান থেকে ৩২ লাখ টাকা নিয়ে পাশের ডাচ বাংলা ব্যাংকে জমা রাখতে যান ইলিয়াস। এ সময় ব্যাংকের কাছাকাছি একটি সড়কে পৌঁছালে একদল দুর্বৃত্ত ডিবি পরিচয় দিয়ে তাকে অপহরণ করে নিয়ে যায়। তিনি বলেন, ওই ব্যবসায়ীর সঙ্গে থাকা ৩২ লাখ টাকা ছিনিয়ে নিয়ে আশুলিয়ার বিশমাইল এলাকার ঢাকা-আরিচা মহাসড়কের পাশে তাকে ফেলে রেখে যায়। রাত সাড়ে ৮টার দিকে আশুলিয়া থানা পুলিশের একটি দল অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ বদরুল আলম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা ছিনিয়ে নেয়া টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।