Latest News

হামাসকে ধংস করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে : ইসরাইলকে পেন্টাগন প্রধানের হুঁশিয়ারি



এসবিএন ডেস্ক. গাজার প্রতিরোধ আন্দোলন হামাসকে ধংস করা হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে বলে ইসরাইলকে হুঁশিয়ার করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা পেন্টাগনের শীর্ষ কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন। শনিবার কলোরাডোর অ্যাসপেন সিকিউরিটি ফোরামে এ হুশিয়ারি উচ্চারণ করেন তিনি। পেন্টাগন প্রধান বলেছেন, হামাসকে ধংস করা হলে, এর জায়গায় যারা আসবে তারা আরো ভয়ঙ্কর হবে। তাই চলমান আঞ্চলিক যুদ্ধ বন্ধ করার জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানান তিনি।  তিনি জানান, হামাস টানেল তৈরিতে পারদর্শী। এর মাধ্যমে কৌশলে ইসরাইলের উপর হামলা চালাবে তারা। কিন্তু এরপরও হামাসকে ধংস করা কোনো সমাধান নয় বলে ইসরাইলকে পরামর্শ দেন তিনি।  লেফটেন্যান্ট জেনারেল মাইকেল ফ্লিন বলেন, যদি হামাসকে ধংস অথবা নিশ্চিহ্ন করা হয়, তাহলে এর সমাপ্তি ভয়াবহ হবে। আর এ অঞ্চলের সমস্যা হবে আরো ভয়াবহ। তখন এখানে আইএসআইর মতো কারো উদ্ভব হবে।  আইএসআই গত মাসে ইরাক ও সিরিয়ায় ইসলামিক খেলাফতরাষ্ট্র ঘোষণা করেছে।  উল্লেখ্য, গাজা উপত্যকায় গাদাগাদি করে ১০ লাখ ৮০ হাজার মানুষ বসবাস করে। সেখানে দরিদ্র ও বেকারের সংখ্যা প্রায় ৪০ শতাংশ।
গাজাবাসী আশা করছে, এ যুদ্ধের মাধ্যমে তাদের উপর থেকে মিসর ও ইসরাইলের অবরোধের পরিসমাপ্তি হবে।  এ পর্যন্ত গাজায় ইসরাইলি হামলায় কমপক্ষে এক হাজার ৫০ জন নিহত হয়েছেন। যাদের বেশিরভাগ বেসামরিক নাগরিক। অপরদিকে ইসরাইলে ৪২ সৈন্য ও তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com