Latest News

ওবামাকে পুতিনের টেলিফোন: ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশ বন্ধ -



এসবিএন ডেস্ক : ইউক্রেনের সঙ্কট নিয়ে একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের লক্ষ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আলোচনা করেছেনওবামাকে টেলিফোন করে প্রায় এক ঘণ্টা ধরে আলোচনার পর মার্কিনীদের একটি প্রস্তাব অনুযায়ী ঠিক হয়, ইউক্রেনের সীমান্তে রাশিয়া সৈন্য সমাবেশ বন্ধ করবে এবং ক্রাইমিয়ায় রুশ ভাষাভাষীদের অধিকার রক্ষায় আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠাতে দেবে।সৌদি আরবে সফরের সময় ওবামার কাছে টেলিফোন করেন পুতিন। দুই প্রেসিডেন্টের টেলিফোন আলাপে ঠিক হয় যে দুদেশের পররাষ্ট্রমন্ত্রীরা শিগগিরই পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনায় বসবে। ইউক্রেনের সঙ্কটের প্রেক্ষাপটে একে সম্ভাব্য কূটনৈতিক সমাধানের ইঙ্গিত বলে মনে করছেন বিশ্লেষকরা।এর আগে হোয়াইট হাউজের পক্ষ থেকে বলা হয় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে টেলিফোন করে প্রায় এক ঘণ্টা ধরে ইউক্রেনের বিষয়ে আলোচনা করেছেন।এ সময় ওবামা ইউক্রেনের সাথে সীমান্তে রাশিয়াকে সৈন্য সমাবেশ কমাতে বলেন। হোয়াইট হাউজের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেন, ওবামা রাশিয়ার কাছ থেকে লিখিত আকারে একটি জবাব চেয়েছেন। আমেরিকার প্রস্তাব মূলত ইউক্রেন অন্যান্য ইউরোপীয় দেশের সাথে আলোচনা করেই ঠিক করা হয়েছিল।তবে ক্রেমলিন বলছে, পরিস্থিতি কিভাবে স্থিতিশীল করা যায় পুতিন সে বিষয়ে পর্যালোচনার কথা বলেছেন।এক বিবৃতিতে ক্রেমলিনের পক্ষে বলা হয়, পুতিন কিয়েভ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলেচরমপন্থিদের অব্যাহত উন্মত্ততারবিষয়ে ওবামার দৃষ্টি আকর্ষণ করেন
ওদিকে জাতিসঙ্ঘের মহাসচিব বান কি মুনও রাশিয়া ইউক্রেনের নেতৃবৃন্দকে এই সঙ্কট সমাধানে আলোচনায় বসতে বলেছেন।নিউ ইয়র্কে এক বক্তৃতায় তিনি বলেন, ইউক্রেনের সঙ্কট বিশ্বের অন্যান্য সমস্যার সমাধানের ওপর হুমকি সৃষ্টি করেছে। এর আগে নেটো বলেছে, ইউক্রেনের পূর্বাংশে সীমান্তের কাছে রাশিয়ার সৈন্য বৃদ্ধির ঘটনা তাদের জন্য বেশ উদ্বেগের।নেটোর গণমাধ্যম বিষয়ক পরিচালক লেফটেনেন্ট কর্নেল জে জ্যানজেন বিবিসিকে বলেন, যেভাবে রাশিয়া সৈন্য বাড়িয়েছে তাতে করে মনে হয়নি তা শুধু মাত্র কোনো মহড়াওদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সার্গেই শোইগু বলেন, ক্রাইমিয়াতে রাশিয়ার সামরিক অধিগ্রহণ শেষ হয়েছে এবং সেখান থেকে ইউক্রেনের সব সেনা কর্মকর্তারা চলে গেছেন


যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com