Latest News

আজ ইউরোপে পবিত্র শবে কদর



এসবিএন ডেস্ক. আজ বৃহস্পতিবার  দিবাগত রাতে ইউরোপে পবিত্র লাইলাতুল কদর বা শবে কদর ইসলাম ধর্মাবলম্বীদের কাছে লাইলাতুল কদর মহিমান্বিত রাত এই রাতে ইবাদত করলে হাজার মাসের চেয়ে বেশি ইবাদতের সমান সওয়াব পাওয়া যায় কারণে সারা বিশ্বের মুসলমানদের কাছে সওয়াব হাসিল গুনাহ মাফের রাত হিসেবে শবে কদরের ফজিলত অতুলনীয় এই রাতে পবিত্র কোরআন নাজিল হয় এবং এই রাতকে কেন্দ্র করেআল-কদরনামে একটি সূরাও অবতীর্ণ করা হয় রমজান মাসের শেষ শুক্রবার মুসলমানদের কাছে গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ একটি দিন বস্তুত জুমাতুল বিদার মধ্য দিয়ে পবিত্র রমজানকে বিদায় জানানো হয় মুসলমানদের প্রথম কিবলা বায়তুল মুকাদ্দাসের মুক্তির লক্ষ্যে সারা বিশ্বে আল-কুদস দিবস পালিত হয় ইসলামধর্মে বলা হয়েছে, অন্যান্য সময় এক হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যাবে, কদরের এই এক রাতের ইবাদতে তার চেয়ে বেশি সওয়াব হাসিল করা সম্ভববিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো স্পেনের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব হাসিলের আশায় নফল ইবাদত, কোরআন তিলাওয়াত, জিকির-আজকার আর বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে রাতটি অতিবাহিত করবেন পবিত্র এই রাতে  স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করবেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com