
তারপর শুরু করলো সিরিয়াস এক প্রসঙ্গ নিয়া। দেখলাম লাইফ নিয়া পুড়া গ্যাড়াকলের ভিতর পরসে; অথচ উনি আপাতত বিশ্বকাপ নিয়া ব্যস্ত। আমরা বাঙালিরা এমনই, দেশে গৃহ যুদ্ধ লাগলেও মাটির নিচে ব্যাংকারের ভিতর বসে ক্রিকেট আর ফুটবলের স্কোর দেখব। দেশের গরীব কাপড় পায়না পরতে; আর আমরা ভিন জাতীয় পতাকা বানাই। তাও আবার মাইল কিলোমিটার হিসাবে। আমাদের নিজেদের শখ আর আবেগের কাছে নিজেরাই অসহায়। অথচ ইজরাইল, যে দেশ এসব খেলাধূলায় বেশি টাকা খাটায়, তারা খেলায় অংশও নেয় না।
লন্ডন।