Latest News

খণ্ড কথা-১ : ব্রাজিলটিনা

আজিম খান চৌধুরী
ছোট ভাই একটার সঙ্গে দেখা। কথা নাই বার্তা নাই কোনো কিছু জিগানোর আগেই বলে ’কোন দল সাপোর্ট করেন?’ কইলাম ’আমলিগ’। কয় ’ঐটাতো দেশী পলিটিকাল কাপ, এখনেরটা গান। কইলাম ’তাইলে কনজারভেটিব’। ধুর ভাই 'বিশ্বকাপ, বিশ্বকাপ'। ওহ! কইলাম এখনো কেউ আমারে টানে নাই, তরে টানসে নি? কয় – ধুত্তরি, খালি ফাইজলামি করেন, বলেন ব্রাজিল না আর্জেন্টিনা? কইলাম 'তুইতো ব্রাজিল। তাইলে আমিও। কয় 'কেমনে বুঝলেন'? কইলাম প্রশ্নের ধরণ দেইখা। প্রশ্ন করতে আগে ব্রাজিল কইসস। কইলাম পাল্টাইলে আমারে দ্রুত কইবি কিন্তু, এও কইলাম বিশ্বকাপের ব্যাপারটা এত বুঝি টুঝিনা, স্বতন্ত্র কোনো দল খেলতে টেলতে পারেনি? কয় কেন? কইলাম, প্রধানমন্ত্রী নাকি ব্রাজিলরে নমিনেশন দিসে, হুনসস? হু হা করে কতক্ষণ হাসলো।
তারপর শুরু করলো সিরিয়াস এক প্রসঙ্গ নিয়া। দেখলাম লাইফ নিয়া পুড়া গ্যাড়াকলের ভিতর পরসে; অথচ উনি আপাতত বিশ্বকাপ নিয়া ব্যস্ত। আমরা বাঙালিরা এমনই, দেশে গৃহ যুদ্ধ লাগলেও মাটির নিচে ব্যাংকারের ভিতর বসে ক্রিকেট আর ফুটবলের স্কোর দেখব। দেশের গরীব কাপড় পায়না পরতে; আর আমরা ভিন জাতীয় পতাকা বানাই।  তাও আবার মাইল কিলোমিটার হিসাবে। আমাদের নিজেদের শখ আর আবেগের কাছে নিজেরাই অসহায়। অথচ ইজরাইল, যে দেশ এসব খেলাধূলায় বেশি টাকা খাটায়, তারা খেলায় অংশও নেয় না।

লন্ডন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com