এসবিএন ডেস্ক.গাজায় নতুন করে আরো ১৫ ইহুদিবাদী সেনাকে খতম করেছে বলে দাবি করেছে হামাস। অবরুদ্ধ গাজার বিরুদ্ধে আগ্রাসনে অত্যাধুনিক সমর শক্তির অধিকারী হয়েও ইহুদিবাদী ইসরাইলি সেনাদের লাশের মিছিল প্রতিদিনই দীর্ঘতর হচ্ছে। এই
নিয়ে
গত
২৪
ঘণ্টায়
গড়ে
দৈনিক
৭.৫
জন
করে
ইহুদিবাদী
সেনা
নিহত
হয়েছে
এর
আগে
দেয়া
হামাসের
বিবৃতি
অনুযায়ী
এ
নিহতের
হার
ছিল
৪.৫,
খবর
আইআরআইবি। ইসলামী
প্রতিরোধ
আন্দোলন
হামাসের
সামরিক
শাখা
ইজ্জাদ্দিন
আল-কাসসাম
ব্রিগেড
বলেছে,
সোমবার
শুজাইয়্যা
শহরে
শত্রু
সেনাদের
ওপর
আকস্মিক
হামলা
চালালে
অন্তত
১০
সেনা
নিহত
হয়েছে। এদিকে,
ইহুদিবাদী
ইসরাইলি
সেনাবাহিনী
এক
বিবৃতিতে
এ
হামলাটি
নিশ্চিত
করেছে।
একটি
সুড়ঙ্গ
পথ
দিয়ে
ভেতরে
ঢুকে
হামাসের
যোদ্ধারা
হঠাৎ
হামলা
করেছে
বলে
বিবৃতিতে
উল্লেখ
করা
হয়েছে। এদিকে,
আজ(মঙ্গলবার)
দেয়া
অপর
এক
বিবৃতিতে
ইসরাইলি
বাহিনী
নতুন
করে
পাঁচ
সেনা
নিহত
হওয়ার
কথা
স্বীকার
করেছে।
তবে
কোথায়
এ
সব
সেনা
নিহত
হয়েছে
তা
এখনো
জানা
যায়
নি।
এ নিয়ে
এ
পর্যন্ত
৫৫
জন
সেনা
নিহত
হওয়ার
কথা
স্বীকার
করল
দখলদার
ইসরাইল।
এ
ছাড়া
আহত
হয়েছে
অন্তত
১৪২
জনের
বেশি।
তবে
হামাসের
দেয়া
হিসাব
মতে
এ
পর্যন্ত
১০০'র
বেশি
ইহুদী
সেনা
নিহত
হয়েছে
এবং
আরও
বহুসংখ্যক
ইহুদী
সেনা
আহত
হয়েছে। এদিকে,
হামাসের
একের
পর
এক
দু:সাহসী
হামলায়
নাস্তানাবুদ
ইসরাইলি
সেনাদের
মধ্যে
দেখা
দিয়েছে
চরম
আতংক।
যুদ্ধ
বন্ধে
ইসরাইলের
অভ্যন্তরে
জনরোষ
দিন
দিন
চরমে
উঠছে
বলেও
খবরে
প্রকাশ।