Latest News

সুইস ব্যাংক ইস্যুতে হাছান মাহমুদকে তারেকের আইনি নোটিশ


  এসবিএন ডেস্ক.সুইস ব্যাংকে হিসাব প্রমাণ দেখাতে সাবেক বনমন্ত্রী হাছান মাহমুদকে আইনি নোটিস পাঠিয়েছেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান। তারেকের পে এই নোটিস পাঠিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, “তিনি (হাছান) প্রমাণ করতে না পারলে প্রকাশ্যে মা প্রার্থনা করতে তার প্রতি আহ্বান জানাচ্ছি। অন্যথায় আমরা তার বিরুদ্ধে আইনগত পদপে নেব।”সুইস ব্যাংকে তারেক রহমান কিংবা তার ভাই আরাফাত রহমানের কোনো হিসাব নেই বলে এই আইনজীবী জানিয়েছেন। নোটিসটি আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদের বাসা ও নাখালপাড়া এমপি হোস্টেলের ঠিকানায় কুরিয়ার সার্ভিস ও সরকারি রেজিস্ট্রি ডাকযোগে পাঠানো হয়েছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গত মঙ্গলবার মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের এক আলোচনা সভায় সুইস ব্যাংকে বাংলাদেশিদের হিসাবের বিষয়ে বক্তব্য দিয়েছিলেন হাছান মাহমুদ। পরদিন দৈনিক আমাদের সময়ে ছাপানো একটি প্রতিবেদনে হাছানকে উদ্ধৃত করে ছাপানো বক্তব্য নিয়ে এই নোটিস পাঠান বিএনপির জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যান তারেক। ওই প্রতিবেদনে হাছান মাহমুদকে উদ্ধৃত করে বলা হয়, “সুইস ব্যাংকে তারেক-কোকো এমনকি খালেদা জিয়ারও টাকা রয়েছে।  এজন্য প্রধানমন্ত্রী টাকা ফেরত আনার ঘোষণা দেওয়ার পর বিএনপির নেতাদের মধ্যে অস্বস্তি ল্য করা যাচ্ছে। কায়সার কামাল জানান, “সুইস ব্যাংকে তারেক রহমান ও আরাফাত রহমানের অ্যাকাউন্ট রয়েছে বলে হাছান মাহমুদ বক্তব্য দিয়েছেন। আমরা এই বক্তব্য প্রমাণে তাকে দুই সপ্তাহ সময় দিচ্ছি। “সুইস ব্যাংকে তারেক রহমান বা তার পরিবারের কারো কোনো অ্যাকাউন্ট নেই। তাই সেখানে টাকা জমা রাখারও প্রশ্ন উঠে না।” সুইজারল্যান্ডের ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বেড়েছে বলে গণমাধ্যমে খবর প্রকাশের পর তা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য চলছে। গত শুক্রবার শেখ হাসিনা এক সমাবেশে বলেন, “সুইস ব্যাংকে কার কী টাকা আছে, তা দেশে ফিরিয়ে আনা হবে।” এই অর্থ ‘পাচারে’ যারা জড়িত, তাদেরও বিচারের আওতায় এনে শাস্তি দেয়ার ঘোষণা দেন তিনি। প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়ায় গত ২৯ জুন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে এই অর্থপাচারকারীদের সনাক্ত করার দাবি জানান। “সরকারকে এই তদন্ত করতে বলব না, কারণ সেখানে তাদের টাকাই জমা আছে।” ফখরুলের বক্তব্যের প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত মঙ্গলবার এক আলোচনা সভায় বলেন, “সুইস ব্যাংকের টাকা নিয়ে বিএনপির এত ভয় কেন? একবার তো কোকোর (আরাফাত রহমান) টাকা আনা হয়েছিল। এখন তাদের ভয় কিসের? “দীর্ঘদিন ধরে সুইস ব্যাংকে ৮০০ মিলিয়ন বাংলাদেশি টাকা পাচার করা হয়েছে। এ কথা ইউএনডিপি প্রকাশ করেছে। তারা তো বলেনি যে এই টাকা রাজনীতিবিদদের। এটা তো অসাধু ব্যবসায়ীদেরও হতে পারে। বাংলায় একটা কথা আছে, ‘ঠাকুর ঘরে কে রে, আমি কলা খাই না’। - 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com