Latest News

আহমেদ ছহুল এর দুটি কবিতা












কি অপুর্ব অঙ্গদহন
 

এমন বিজনে কে কুড়ায় বনফুল
কে গাঁথে খোঁপায়
কে কিনে জীবনের ফোঁটা ফোঁটা ঘামে
পাষাণের মত সব গুলো দিনরাত।
 
তাকে কি করে জানাই প্রানের সকল উষ্ণ ব্যাকুলতা
কি করে বলি বনফুল বিকশিত সবুজ ঘাসে
চির সুন্দর অরণ্য -আঁধারে।
 
বিমুগ্ধ নয়ন প্রভাতের সূর্যের মত ছড়ায় আলো
ফুলের সহাস্য গাঁয়ে, কি অপুর্ব অঙ্গদহন।
 
কথা কয় পাখি বৃক্ষের শাখায় শাখায়
কথা কয় ফুল নিঃশব্দে শরীরে
প্রলুদ্ধ ভাষায়।
 
যদি কখনও ভালবাসো ,কানপাতো নদীর স্রোতে
শোনবে পাখি আর ফুলের বুকে
চলমান দহনকম্পন ।
                               
 
প্রতাপের সূর্যরশ্মি
 
রাতের দরজা খোলে প্রভাতের সূর্যরশ্মি মেলে ধরে
তার প্রখর প্রতাপ,দিনের দেরাজে
জাগে জীবনের কোলাহল ,জাগে নতুন প্রভাত ।
 
ফুলের সৌরভ বিকশিত হয় সূর্যের আলতো ছোঁয়ায়
আশা জাগে প্রাণে ,ভোরের কোমল স্নিগ্ধ হাওয়ায়
ধবল বকের শুভ্র পালকে. রক্তিম সূর্য কত স্বপ্ন ছড়ায়
 
জীবনের টানে আকাশ রাঙিয়ে উড়ে যায় পাখি- সবুজ মাঠে
মুখরিত হয়ে উঠে চরাচর পাখিদের গুঞ্জরনে
চলে পাখি আর মাঠের বিচিত্র মিতালী ।
 
কেউ স্বপ্নের মত বাধে ঘর , সাজায় ফুলের সংসার
কারও ভাঙ্গে ঘর ,যেন বিধ্বস্ত নগর- উজাড় পাহাড়
 
কেউ হেরে যায় কেউ জিতে নেয় খেলার মাঠ
করতালি-নিন্দা-আশা-নিরাশা চলে দিনভর
ক্লান্তিহীন সময়ের মতো চলে সংগ্রাম,
সংগ্রামের পদরেখা ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com