Latest News

গাজায় গণহত্যা বন্ধের আহ্বান ইইউ’র



এসবিএন ডেস্ক : অবিলম্বে ফিলিস্তিনের গাজায় গণহত্যা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) কোনো দেশের নাম উল্লেখ না করে ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সাংবাদিকদের জানান, যারা মধ্যপ্রাচ্যের লড়াইয়ে যুক্ত তারা যেন শিগগিরই ওই অঞ্চলের  গণহত্যা থেকে বিরত থাকে, ইইউ আহ্বান জানাচ্ছে এদিকে, সোমবার গাজায় ইসরাইলের হামলা সপ্তম দিনে পড়েছে প্রথমে আকাশ পথে ইসরাইল সামরিক জেট থেকে বোমা ফেলে এরপর রবিবার থেকে হামলা আরো জোরদার করে এদিন গাজা অভিমুখে ইসরাইল ট্যাংক বহর পাঠায় আর ইসরাইলের সপ্তাহব্যাপী হামলায় সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৭২ জনে উন্নীত হয়েছে ইইউ জানায়, আমরা সব পক্ষকে সর্বোচ্চ ধৈর্য ধারণের আহ্বান জানাচ্ছি, যাতে করে হতাহত এড়ানো এবং পরিবেশকে শান্ত করা যায় ইইউ বৈদেশিক নীতিবিষয়ক মুখপাত্র মাজা কোসিযানসিক সোমবার সাংবাদিকদের কাছে এর চেয়ে বেশি কিছু আর বলতে রাজি হননি

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com