এসবিএন ডেস্ক. দুই এনডিএফ কর্মকর্তা গ্রেপ্তারের প্রতিবাদে সিলেটে বিমানবন্দরে প্রায় ২ ঘণ্টা অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। গতকাল দুপুরে তারা আম্বরখানা-বন্দর সড়কের মালনীছড়া চা বাগান এলাকার সামনে এ অবরোধ করেন। পরে পুলিশ দাবি মেনে নেয়ার আশ্বাস দিলে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়ে শ্রমিকরা রাস্তা থেকে সরে যান। তবে, দিনভর তারা বাগান এলাকায় অবস্থান ছাড়াও মন্দিরে জমায়েত হয়ে বসে থাকেন। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রূপক দাস ও জেলা কৃষক সংগ্রাম সমিতির আহ্বায়ক নূরুল ইসলাম মকবুলকে শুক্রবার সন্ধ্যায় গ্রেপ্তার করে পুলিশ। তাদের মুক্তির দাবিতে সিলেট-বিমানবন্দর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ)-এর আওতাভুক্ত চা শ্রমিক সংঘের নেতাকর্মীরা। বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ ও কৃষক সংগ্রাম সমিতি বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘের আওতাভুক্ত। শুক্রবার কালাগুল চা বাগানে সমাবেশ থেকে ফেরার পথে বিমানবন্দর থানা পুলিশ রূপক দাস ও নূরুল ইসলাম মকবুলকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে কালাগুল বাগানের সাধারণ শ্রমিকদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা রয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ওসি শাহ জামান। এর প্রতিবাদে শনিবার বেলা ১১টায় চা শ্রমিক সংঘের কয়েক শ’ নারী-পুরুষ শ্রমিক সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া বাগানের কাছে অবরোধ করেন। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে শ্রমিকদের অবরোধ তুলে নিতে বললে তারা আরও উত্তেজিত হয়ে ওঠেন। তারা সড়কে টায়ার জ্বালিয়ে গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকেন। একপর্যায়ে পুলিশ এপিসি (আর্মড পার্সোনাল ক্যারিয়ার) ও অতিরিক্ত ফোর্স নিয়ে লাঠিচার্জের প্রস্তুতি নেয়। ওই সময় শ্রমিকরা গ্রেপ্তারকৃত নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির আলটিমেটাম দিয়ে অবরোধ প্রত্যাহার করে চলে যান। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মো. রহমত উল্লাহ জানান, সাধারণ শ্রমিকদের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারকৃত দুই নেতার মুক্তির দাবিতে চা শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছিল। পরে তারা গ্রেপ্তারকৃত নেতাদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তির দাবি জানিয়ে অবরোধ প্রত্যাহার করে নেয়। কালাগুল চা বাগানের শ্রমিকরা জানান, আগামী আগস্ট মাসে চা শ্রমিকদের আদি সংগঠন ‘চা শ্রমিক ইউনিয়ন-এর নির্বাচন। ওই নির্বাচনে অংশ না নিতে ও ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত না করতে এনডিএফ-এর আওতাধীন ‘চা শ্রমিক সংঘে’র নেতারা সাধারণ শ্রমিকদের চাপ সৃষ্টি করে আসছিলেন। এক পর্যায়ে শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা বাগানে গিয়ে ভোটার ফরম বিতরণ করে আসেন। এরপর থেকে শ্রমিক সংঘের নেতারা শ্রমিকদের ঘরে গিয়ে হুমকি-ধমকি ও ভয়ভীতি প্রদর্শন করতে থাকেন। চা শ্রমিক সংঘ, ট্রেড ইউনিয়ন সংঘ ও কৃষক সংগ্রাম সমিতির লোকজন হামলা চালিয়ে বেশ কয়েকজন শ্রমিককে আহতও করেন। ১৯শে জুন শ্রমিক সংঘের নেতাদের হামলায় গুরুতর আহত হন সুমন কৌরি নামের এক শ্রমিক। এ ঘটনায় থানায় মামলা করা হয়। এ ছাড়া শ্রমিক সংঘের নেতাদের হাতে লাঞ্ছিত হন বাগানের ব্যবস্থাপক প্রদীপ বর্মা ও স্বাস্থ্যকেন্দ্রের কম্পাউন্ডার প্রসূন কান্তি তালুকদার। কালাগুল বাগানে চা শ্রমিক ইউনিয়নের কার্যক্রম বন্ধ না করায় প্রায় এক সপ্তাহ ধরে বাগানে ধর্মঘটের ডাক দেন চা শ্রমিক সংঘের নেতারা। তারা শ্রমিকদের ভয়ভীতি দেখিয়ে কাজে যাওয়া থেকে বিরত রাখেন।