এসবিএন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত উইলিয়াম হানা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন। বঙ্গভবনে সোমবার বিকালে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। খবর বাসস। বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। উইলিয়াম হানা বলেন, বাংলাদেশে অবস্থানকালে তার সময় ভালো কেটেছে।রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা এ সময় উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ২০১০ সালের সেপ্টেম্বরে আইরিশ নাগরিক উইলিয়াম হানা বাংলাদেশে ইইউ’র দূত নিযুক্ত হন।