Latest News

রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী ইইউ রাষ্ট্রদূতের সাক্ষাৎএসবিএন ডেস্ক : ইউরোপীয় ইউনিয়নের বিদায়ী রাষ্ট্রদূত উইলিয়াম হানা রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বঙ্গভবনে সোমবার বিকালে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় খবর বাসস বৈঠককালে রাষ্ট্রপতি আবদুল হামিদ বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের মধ্যে বিদ্যমান চমৎকার সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন উইলিয়াম হানা বলেন, বাংলাদেশে অবস্থানকালে তার সময় ভালো কেটেছেরাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা সময় উপস্থিত ছিলেন

উল্লেখ্য, ২০১০ সালের সেপ্টেম্বরে আইরিশ নাগরিক উইলিয়াম হানা বাংলাদেশে ইইউ দূত নিযুক্ত হন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com