Latest News

বিয়ানীবাজারে ব্যবসায়ীর টাকা ছিনতাই ধরাছোয়ার বাইরে আসামীরা, নিরব পুলিশ

সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজার পৌরশহরের অভিজাত বিপনীর এক ইলেক্ট্রনিক্স ব্যবসায়ীর টাকা ছিনতাইয়ের ঘটনায়  দায়েরকৃত মামলায় পুলিশ এখনো কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি কথিত আসামীরা প্রভাবশালী হওয়ায় পুলিশ তাদের আটক করতে গড়িমসি করছে বলে অভিযোগ করেছেন ছিনতাইয়ের স্বীকার ব্যবসায়ী সাহেদ আর পুলিশের ভুমিকা নিয়েও দেখা দিয়েছে প্রশ্ন যার ফলে প্রকাশ্যে ঘোরাফেরা করেও ধরাছোয়ার বাইরেই থেকে যাচ্ছে আসামীরা তবে আসামীদের আটক করা হচ্ছে না বলে বাদীর অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা বিয়ানীবাজার থানার এসআই জহির মিয়া বলেছেন, আসামীদের আটক করতে তারা অভিযান চালিয়ে যাচ্ছেন যেকোন সময় তাদেরকে আটক করা হবে  উল্লেখ্য, গত রোববার বিয়ানীবাজার পৌরশহররের বিপনী বিতান জামান প্লাজার শাপলা ইলেকটনিক্স এর স্বত্তাধিকারী সাহিদুর রহমান সাহেদ (২৭) দোকান বন্ধ করে তার বাড়ি মুড়িয়া ইউপির কোনাগ্রামে পৌছলে আগে থেকে উৎ পেতে থাকা ছিনতাইকারীদের কবলে পড়েন সময় - জন ছিনতাইকারী তার গতিরোধ করে সাথে থাকা নগদ ৮৮ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে মর্মে অভিযোগ করে বিয়ানীবাজার থানায় তারই গ্রামের জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন মামলার আসামীরা হলেন, সমজিদ আলীর পুত্র রাজু (২০),  জয়নাল আবেদীনের পুত্র রাজন (২২), আলা উদ্দিনের পুত্র হাসান (২১), আব্দুস শুকুরের পুত্র ফাহাদ, আবুল কালামের পুত্র সৌরভ (২০) সাহাব উদ্দিনের পুত্র সরওয়ার (২১) এঘটনার সপ্তাহ খানিক আগে পৌরশহরের খাসাড়ীপাড়া থেকে পুলিশের পোষাক পরে সালমান হোসেন (৩৩) নামের এক টেলিকম ব্যবসায়ীকে অপহরণ করে লাখ ছিনতাই করে নেয় দূর্বৃত্তরা ওই ঘটনায়ও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ ফলে এখনো আতংকে রয়েছে প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজারের ব্যবসায়ীরা তারা অবিলম্বে এঘটনা গুলোর সাথে জড়িত আসামীদের আটক করে আইনের আওতায় নিয়ে আসার দাবী জানান

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com