Latest News
Home
আমলা-মন্ত্রী দিয়ে দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করা যায় না : সুরঞ্জিত
By
spain bangla news
July 04, 2014
রাজনীতি
এসবিএন.
আওয়ামী
লীগের
উপদেষ্টা
পরিষদের
সদস্য
সুরঞ্জিত
সেনগুপ্ত
বলেছেন
,
আমলা
আর
মন্ত্রী
দিয়ে
সাময়িকভাবে
রাষ্ট্রপরিচালনা
করা
যেতে
পারে
।
কিন্তু
দীর্ঘমেয়াদীভাবে
সম্ভব
না
।
শুক্রবার
রাজধানীর
কাকরাইলে
ইনস্টিটিউশন
অব
ডিপ্লোমা
ইঞ্জিনিয়ার্স
মিলনায়তনে
বঙ্গবন্ধু
একাডেমী
আয়োজিত
চলমান
রাজনীতি
বিষয়ক
আলোচনা
সভায়
তিনি
এ
কথা
বলেন
।
সুরঞ্জিত
বলেন
,
রাষ্ট্র
পরিচালনার
মূল
চালিকা
শক্তি
হলো
দল
।
এখনো
খুব
বেশি
দেরি
হয়ে
যায়নি
।
দলকে
গোছানোর
দায়িত্ব
সরকারের
।
এই
দায়িত্ব
প্রধানমন্ত্রী
নিজে
অথবা
তার
বিশ্বস্ত
লোক
দিয়ে
করাতে
পারেন
।
তিনি
বলেন
,
ইউএনডিপির
রিপোর্টে
দেখা
গেছে
বাংলাদেশ
থেকে
হাজার
হাজার
কোটি
টাকা
পাচার
হয়ে
যাচ্ছে
।
এ
ছাড়া
বিদেশ
থেকে
অনেক
টাকা
এসে
বাংলাদেশের
সন্ত্রাস
ও
জঙ্গিবাদের
মতো
সংগঠনগুলোকে
সহযোগিতা
করছে
।
এগুলোর
ব্যাপারে
সরকারকে
সজাগ
ও
সতর্ক
থাকতে
হবে
।
সুরঞ্জিত
বলেন
,
কারা
কারা
টাকা
পাচার
করেছে
সেগুলো
ফেরত
আনা
সম্ভব
হোক
না
হোক
তাদের
নাম
-
ঠিকানা
প্রকাশ
করার
ব্যবস্থা
করা
হোক
।
এরা
আর
যাই
হোক
দেশপ্রেমিক
না
,
অর্থপাচারকারী
।
তিনি
বলেন
,
আমাদের
মানিলন্ডারিং
আইন
যেটা
আছে
,
সেটা
যথেষ্ট
নয়
।
এটা
সংশোধন
করতে
হবে
।
শুধু
অর্থ
মন্ত্রণালয়
নয়
,
এর
সঙ্গে
কেন্দীয়
ব্যাংক
,
তার
সঙ্গে
স্বরাষ্ট্র
মন্ত্রণালয়
,
এনবিআরসহ
প্রধানমন্ত্রীর
সেক্রেটারিয়েটসহ
সকলে
এক
সঙ্গে
বসে
এ
ব্যাপারে
আঁটসাঁট
বেঁধে
কাজ
করতে
হবে
।
সুরঞ্জিত
সেনগুপ্ত
বিএনপিকে
ধৈর্য
ধরার
আহ্বান
জানিয়ে
বলেন
,
হুমকি
-
ধামকি
দিয়ে
লাভ
নেই
।
রাজনীতিতে
তারা
ভুল
করে
ফেলেছেন
।
এখন
রমজান
মাসে
তাদের
ধৈর্য
ধরার
আহ্বান
জানাচ্ছি
।
কারণ
,
রাজনীতিতে
ধৈর্য
সাফল্য
এনে
দেয়
।
সংগঠনের
সাধারণ
সম্পাদক
হুমায়ুন
কবির
মিজির
সভাপতিত্বে
সভায়
অন্যদের
মধ্যে
উপস্থিত
ছিলেন
-
আওয়ামী
লীগের
সভাপতিমণ্ডলীর
সদস্য
সতিশ
চন্দ্র
রায়
,
সাবেক
যুগ্ম
সাধারণ
সম্পাদক
মোজফফর
হোসেন
পল্টু
,
নগর
আওয়ামী
লীগের
সহ
-
সভাপতি
ফয়েজ
উদ্দিন
মিয়া
,
কৃষকলীগের
সাধারণ
সম্পাদক
এডভোকেট
সামছুল
হক
রেজা
প্রমুখ
।
আমলা-মন্ত্রী দিয়ে দীর্ঘমেয়াদী দেশ পরিচালনা করা যায় না : সুরঞ্জিত
Reviewed by
spain bangla news
on
July 04, 2014
Rating:
5
সর্বাধিক পঠিত
বার্সেলোনায় ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্পেনসহ ইউরোপের পাঁচ দেশ
এসবিএন ডেস্ক: স্পেনের বার্সেলোনায় ১৬-১৮ সেপ্টেম্বর তিনদিনব্যাপী অনুষ্ঠিত হচ্ছে 'ইউরো বাংলা ক্রিকেট টুর্নামেন্ট। প্রবাসী বাং...
মাদ্রিদে শাহজালাল লতিফিয়া মসজিদে দারুল ক্বিরাতের পুরস্কার বিতরণ অনুষ্ঠিত
সিদ্দিকুর রাহমান, মাদ্রিদ থেকে : স্পেনের মাদ্রিদে শাহজালাল লতিফিয়া বাংলাদেশ জামে মসজিদে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট...
স্পেনে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত
এসবিএন ডেস্কঃ স্পেনের বার্সেলোনায় আসোসিয়াসিয়ন কুলতুরাল দে বাংলাদেশ এন কাতালোনিয়া (বাংলাদেশ অ্যাসোসিয়েশন) এর উদ্যোগে ২৪টি দলের অংশগ্রহণে অন...
ফেসবুক পেইজ
আমাদের যত আয়োজন
কমিউনিটি সংবাদ
রাজনীতি
জাতীয়
আন্তর্জাতিক
প্রবাসে বাংলা
সিলেটের খবর
জাতীয় সংবাদ
বিশেষ ও নির্বাচিত সংবাদ
মুক্তমত
বিনোদন
খেলাধুলা
সাহিত্য ও সংস্কৃতি
ইউরোপ
কমিউনিটি তথ্য
শিক্ষা দীক্ষা
শিক্ষাঙ্গন
বিজ্ঞান ও প্রযুক্তি
স্বাস্থ্য
বিশেষ খবর
যোগাযোগ
Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com
বাংলা সংবাদপত্র সমুহ
বাংলাদেশ সংবাদ সংস্থা
বিডি নিউজ ২৪।
আমার দেশ।
আমাদের সময়।
প্রথম আলো।
মানব জমিন।
যায় যায় দিন।
কালের কন্ঠ।
দিনের শেষে।
নয়া দিগন্ত।
যুগান্তর।
ইত্তেফাক।
ডেসটিনি।
সংবাদ।
ইনকিলাব।
জন কন্ঠ।
বাংলাদেশ প্রতিদিন।
ন্যাশনাল নিউজ।
অল টাইম নিউজ।
বাংলা এক্সপ্রেস।
নিউজ ওয়ার্ল্ড ২৪।
ডিজিটাল সময়।
।ডেইলি বাংলাদেশ।
ভোরের কাগজ।
সংগ্রাম
সমকাল
করতোয়া।
আনন্দ বাজার পত্রিকা।
চাঁদপুর কন্ঠ।
ই-প্রথম আলো।