Latest News

দায়িত্ব নিয়েই পাকিস্তানকে হুঁশিয়ারি ভারতের সেনা প্রধানেরএসবিএন ডেস্ক : পাক-ভারত সীমান্তে সেনা হত্যার মতো কোনো উত্তেজনা সৃষ্টি করলে আগের চেয়েদ্রুতকঠোরজবাব দেওয়া হবে বলে পাকিস্তানকে হুঁশিয়ারি করে দিয়েছেন ভারতের নয়া সেনাপ্রধান জেনারেল দলবির সিং সুহাগ শুক্রবার তিনি মন্তব্য করেন বৃহস্পতিবার বিদায়ী সেনাপ্রধান বিক্রম সিং এর কাছ থেকে দায়িত্ব গ্রহণের পর এটাই তার প্রথম মন্তব্য  ২০১৩ মালের জানুয়ারি পাক-ভারত সীমান্তেরলাইন অব কন্ট্রোলেভারতীয় সেনা ল্যান্সে নায়েক হেমরাজকে শিরচ্ছেদ করে পাকিস্তানি সেনারা বিক্রম সিং বলেন, সৈন্য হত্যার ঘটনায় পাকিস্তানকে সমুচিত জবাব দেওয়া হয়েছে   দলবির সিং বলেন, ইতোপূর্বে পাকিস্তানির সেনা আক্রমণে ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন তিনি বলেন, অতীতে সব আক্রমণের ঘটনায় তাৎক্ষণিকভাবে জবাব দেওয়া হয়েছে এবং আগামীতেও ধরণের আক্রমণ হলে তাৎক্ষণিকভাবে জবাব দেওয়া হবে তবে জবাব আগের চেয়ে আরো কঠোর হবে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com