Latest News

হবিগঞ্জের বাহুবলে সড়ক দুর্ঘটনায় নিহত ৭



এসবিএন ডেস্ক : হবিগঞ্জের বাহুবল উপজেলার তুবলি এলাকায় বাস, মাইক্রোবাস মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে জন নিহত হয়েছেন ঘটনায় আহত হয়েছেন আরো ১০ জন গত শুক্রবার  বিকাল সাড়ে ৩টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনা ঘটেনিহতরা  হলেন- বাহুবলের জশপাল এলাকার লগুজ মিয়ার ছেলে খোকন (২৮) রোকন (২২) তারা মোটরসাইকেল আরোহী প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে সিলেট থেকে ঢাকাগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস (ঢাকা মেট্টো ১১-৫৮৮৩) বাহুবল উপজেলার তুঘলি এলাকায় পৌঁছায় সময় সিলেটগামী একটি মাইক্রোবাস (ঢাকা মেট্টো ১৪-৯৪১৮) এবং মোটরসাইকেলের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়পরে খবর পেয়ে বাহুবল থানা শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ স্থানীয়দের সহযোগিতায় গুরুতর আহত অবস্থায় মাইক্রোবাসের যাত্রীকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আরও যাত্রী মারা যান বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অহিদুর রহমান নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন

এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কের মিরপুর তুগলী এলাকায় সড়ক দুর্ঘটনায় দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার এলাকার হরিনাথপুর গ্রামের তিনজনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনজনের মৃত্যুতে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আহাজারিতে সেখানকার পরিবেশ ভারী হয়ে উঠেছে। নিহতরা হচ্ছেন- হরিনাথপুর গ্রামের  মৃত আলা উদ্দিন  অরফে এখলাছ মিয়ার ১ম পুত্র নুরুল ইসলাম তুলা মিয়া (),মৃত কনাই মিয়ার পুত্র আমির উদ্দিন(২৫), লাল মিয়ার পুত্র জিয়াউল হক  (২২)এই তিনজনের নামাজে জানাযা শনিবার বাদ জোহর জামেয়া তুয়াক্কুলিয়া রেঙ্গা মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত ।এ দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে। জানা যায়, হরিনাথপুর গ্রামের তুলা মিয়ার ভাগিনা বালাগঞ্জ উপজেলার তাজপুর খালিবাড়ি বাজার পূর্ব সুনাম পুর গ্রামের  মৃত মখলিছ মিয়ার পুত্র শিপন মিয়া লন্ডন থেকে একটি বিমানে ঢাকা শাহজালাল আমত্মর্জাতিক বিমান বন্দরে পৌছে। তাকে রিসিভ করার জন্য তুলা মিয়া সিলেট থেকে একটি মাইক্রোবাস ভাড়া নিয়ে ঢাকায় যান। ঢাকা যাওয়ার পথে তার গ্রামের আমির আলী জসীম মিয়াকে সাথে নিয়ে রওনা হন। ভাগিনা শিপনকে নিয়ে সিলেট ফেরার পথে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার মিরপুর তুগলী এলাকায় বাস-মাইক্রোবাস মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী সংঘর্ষে লন্ডন প্রবাসী শিপন, মাইক্রোবাস চালক দেলওয়ার মোটর সাইকেল আরোহী দুইজন সহ জন ঘটনাস্থলে মৃত্যু হয়। তুলা মিয়ার ভাগিনা শিপন তার পিতা মখলিছ মিয়ার মৃত্যুর খবর পেয়ে দাফন-কাপনের জন্য দেশে ফিরছিলেন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় পিতার দাফনের পূর্বেই তার মর্মামিত্মক মৃত্যু হলো। নিহত তুলা মিয়ার নিকট আত্মীয় মইনুল ইসলাম মঞ্জু ঘটনাস্থলে গিয়ে জানান, তুলা মিয়া, আমির আলী জসীমের লাশ নিয়ে তারা মোগলাবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। প্রবাসী শিপনের লাশ বালাগঞ্জে চালক দেলওয়ার হোসেন ইমনের লাশ রাজনগরে রাত ১০টায় পরিবারের লোকজন বাড়ির উদ্দেশ্যে নিয়ে যায় এতে সিলেট আসনের সংসদ সদস্য জনাব মাহমুদ-উস-সামাদ চৌধুরী,সিলেট আসনের সাবেক সাংসদ আলহাজ শফি আহমেদ চৌধুরী ছাড়াও গন্যমান্য ব্যাক্তিবর্গ সহ এলাকার বিপুল সংখ্যক জনসাধারন উক্ত জানাজায় অংশগ্রহন করেন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com