এসবিএন ডেস্ক: কাতালোনিয়া যুবলীগের ঈদ পুনর্মিলনী সভায় বক্তারা আ’লীগ সরকারের ভূয়সী প্রশংসা করার পাশাপাশি বিএনপি জামায়াত জোটের ষড়যন্ত্র মোকাবেলায় সজাগ থাকার আহ্বান জানান। গত ১২ আগষ্ঠ বার্সেলোনায় ¯'ানীয় একটি রেষ্টুরেন্টে আয়োজিত এ সভায় আসন্ন জাতীয় শোক দিবস পালনের বিষয়েও আলোচনা করা হয়। কাতালোনিয়া যুবলীগের সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয়ের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় কাতালোনিয়া যুবলীগের নেতা কর্মীরা একে অপরের সাথে ঈদের কুশল বিনিময় করেন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাতালোনিয়া যুবলীগের সভাপতি মণ্ডলীর সদস্য আলী হোসেন জুয়েল, মো: মোর্শেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ফাত্তাহ তোফায়েল, মো: জাকির হোসেন, সহ সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন, মো: রাসেল আহমদ, র"মান আহমেদ, প্রচার সম্পাদক গৌছ উদ্দিন, সহ অর্থ সম্পাদক খছর"ল ইসলাম ক্রীড়া সম্পাদক সাজেল আহমদ, মো: আলী হোসেন, মো: আলী আকবর, সৈয়দ জিয়াউল আকবর, সাইফুল ইসলাম, র"বেদুর রহমান, নূর মোহাম্মদ নুর", আব্দুল মতলিব, সুমন আহমদ, মাসুদ প্রমুখ। সভায় কাতালোনিয়া যুবলীগের বিবিধ কার্যক্রম তুলে ধরে সভাপতি আমির হোসেন আমু ও সাধারণ সম্পাদক আনিসুর রহমান বিজয় কাতালোনিয়া যুবলীগকে আরো সুসংহত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন।