Latest News

মালিবাগে উদ্ধারকৃত পিস্তলটি নূর হোসেনের



এসবিএন ডেস্ক : রাজধানীর মালিবাগ রেল ক্রসিংয়ে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মাইক্রোবাস থেকে উদ্ধার হওয়া পিস্তলটি নারায়ণগঞ্জের সেভেন মার্ডারের প্রধান আসামি নূর হোসেনের যিনি এখন কলকাতার জেলে বন্দি আছেন শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কমলাপুর রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা পরবর্তী মাইক্রোবাসটি থেকে পিস্তল গুলি উদ্ধার করা হয় পরবর্তীতে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের নথিপত্র পর্যালোচনা করে জানা যায়, পিস্তলটি চার বছর আগে নারয়াণগঞ্জের নূর হোসেনের নামে লাইসেন্স করা তিনি আরো জানান, দুর্ঘটনার পর মাইক্রোবাসটিতে থাকা যাত্রীরা পালিয়ে যায় তাদের খুঁজে বের করার চেষ্টা চলছে তারা এই পিস্তল কোথায় পেল আর কোথায় নিয়ে যাচ্ছিল সে বিষয় জানার চেষ্টা চলছে এর আগে মালিবাগ রেলক্রসিংয়ে শুক্রবার বিকেলে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি মালিবাগ রেলক্রসিংয়ের কাছে পৌঁছার সময় যান চলাচল বন্ধ করার জন্য বাঁশের আড় ফেলা হয় কিন্তু বিপরীত দিক দিয়ে একটি প্রাইভেট কার রেললাইনের উপর উঠে বিকল হয়ে যায় এরই মধ্যে ট্রেনটি প্রাইভেট কারটিকে ধাক্কা দিলে সেটি দুমড়ে মুচড়ে রেললাইনের পাশে ছিটকে পড়ে এতে গাড়ির ভেতরে থাকা তিনযাত্রী আহত হয় খবর পেয়ে রেলওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে আসে তারা গাড়ি থেকে বিদেশি একটি পিস্তল উদ্ধার করে গাড়িটিরও রেজিস্ট্রেশন নেই বলে জানায় পুলিশ

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com