Latest News

ভারত-পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনাএসবিএন ডেস্ক. ভারত-পাকিস্তান সীমান্তে সোমবার চরম উত্তেজনা বিরাজ করছে জম্মু কাশমীর সীমান্তের আরনিয়া এবং আরএস এলাকায়  বিএসএফ পোস্ট লক্ষ্য করে মর্টার ছুড়েছে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী রেঞ্জার্স জবাবে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফও পাল্টা গুলি ছোঁড়ে বিএসএফের দাবি, রোববার রাতে বিনা উস্কানিতে পাকিস্তানের পক্ষ থেকে ২০টি বিএসএফ পোস্ট লক্ষ্য করে মর্টার ছোড়া হয়ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, পাকিস্তান রেঞ্জের সদস্যরা নিকোয়াল, বুধওয়ার, বুলিচেক, এসএইচ ওয়ে, চাওয়ানি, জাবোওয়াল, কট কুবা, চিনাজ, নাওয়াপিন্দ, কারোতানা খুর্দ, ঘরনা এবং জুগনি চেক, এবং বিএসএফের আরো কয়েকটি তাবু লক্ষ্য করে মর্টার ছুড়েছে ২০১৩ সালে চির বৈরী দেশ দুটির মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পর তৃতীয় দফায় তা চুক্তি লঙ্ঘনের ঘটনা ঘটলো থমথমে আবহাওয়া বিরাজ করছে জম্মু সীমান্তে ভারতীয় সংবাদ মাধ্যমগুলো আশঙ্কা করছে, দুদেশের সীমান্তে নতুন করে উত্তেজনা সৃষ্টি ২৫আগস্ট অনুষ্ঠিতব্য ভারতীয় পররাষ্ট্র সচিব সুজাতা সিং পাকিস্তানি পররাষ্ট্রসচিব আইজাজ আহমেদ চৌধুরীর মধ্যকার বৈঠক প্রভাবিত হতে পারে গত বছরের শুরুতে ভারতীয় এক সৈন্যের শিরোশ্চেদের ঘটনার পর দুদেশের মধ্যে প্রথম আনুষ্ঠানিক সংলাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com