Latest News

ফ্রান্সে থেকে কুইক পুর্বাচল সিটি যাত্রা শুরু




নুরুল ওয়াহিদ ফ্রান্স থেকে.প্রবাস থেকে নিশ্চিত নিরাপদ আবাসনের প্রতিশ্রুতি নিয়ে ফ্রান্সে যাত্রা  শুরু করেছ কুইক পুর্বাচল সিটি ইউরোপের মধ্যে এই প্রথম অফিসিয়াল ভাবে প্রবাসীদের উদ্দ্যোগে  প্রবাসীদের নিয়ে কাজ শুরু করেছে কোন রিয়েল এষ্ট কোম্পানী ত ১ আগষ্ট বিকেল টায় এক বর্নাঢ্য অনাড়ম্বর অনুষ্টানের মাধ্য দিয়ে ফ্রান্স অফিস উদ্বোধন করা হয় অফিস উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্টানে সভাপতিত্ব করেন কুইক সিটি পুর্বাচলের ভাইস চেয়ারম্যান ফ্রান্স বাংলাদেশ ইকোনমিক চেম্বারের সভাপতি কাজি এনায়েত উল্লা ইনু কুইক সিটির ইউরোপ অঞ্চলের কাষ্টমার রিলেশন এক্সজিকিউটিব সাংবাদিক নুরুল ওয়াহিদের পরিচালনায় অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুইক সিটির চেয়ারম্যান আজম খান বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুইক সিটির ব্যবস্থাপনা পরিচালক ওয়ালিউল্লাহ বুলবুল, তুলুজ বাংলাদেশী কমিউনিটি এসোসিয়েশনের সভাপতি ফখরুল আকম সেলিম 
বক্তব্য রাখেন, কামাল মিয়া, সালেহ আহমদ চৌধরী, ওয়াহিদ ভার তাহের, সাহেদ আলী, সাংবাদিক অধ্যাপক অপু আলম এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক এনায়েত সুহেল, লুতফুর রহমান বাবু, নয়ন মামুন, মাম হিমু, ফয়সল আহমদ দ্বীপ প্রমুখ অনুষ্টানে বক্তারা বলেন, নিরাপদ বাসস্থান প্রতিষ্টা মানুষের জন্মগত অধিকার যা পাঁচটি মৌলিক অধিকারের মধ্যে অন্যতম 
বাংলাদেশ বিশ্বের ঘন বসতি পুর্ন দেশ গুলোর একটি দিন দিন লোক সং্যা স্রোতের মত বড়ছে, আর সেই হারে বাড়ছে বাসস্থানের চাহিদা তাই চিরা- চরিত্র আবাসন সমস্যা সমাধানের জন্য সম্পুর্ন ভেজাল মুক্ত সুযোগ সুবিদা নিয়ে গড়ে তোলা হয়েছে কুইক সিটি  কুইক সিটির ভিতরে থাকবে পর্যাপ্ত খোলা স্থান,সবুজায়ন, খেলার মাঠ, স্কুল, কলেজ, হাসপাতাল, লেক, সহ অন্যান্য সুযোগ সুনিধা 
উদ্বোধনী দিনেই ফ্রান্স প্রবাসীদের বিপুল সংখ্যক সাড়া পাওয়া গেছে উদ্বোধনী অনুষ্টানে ক্রেতারা বলেন, প্রবাসীদের দীর্ঘ দিনের চাহিদার প্রতিফল হবে কুইক সিটি, যেখানে থাকবে ইউরোপের বিভিন্ন দেখের প্রবাসীদের একত্রিত হওয়ার অপার সম্ভাবনা

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com