Latest News

‘‘একটু অন্যরকম’’ এর উপস্থাপিকা শাহরীনের মিউজিক ভিডিও

এসবিএন ডেস্ক. বার্মিংহাম তথা ইংল্যান্ডের প্রথম বাংলা ম্যাগজিন অনুষ্ঠান ‘‘একটু অন্যরকম’’ এর উপস্থাপিকা কন্ঠশিল্পি শাহরিনের মিউজিক ভিডিও ‘‘একা একা’’ রিলিজ হয়েছে চ্যানেল এস,বাংলা টিভি,এটিএন বাংলা ইউ’কে ও চ্যানেল আই’তে। ১৮ অগাষ্ঠ রিলিজ হওয়া এই মিউজিক ভিডিওটি ব্রিটেনের বাংলাই টিভি চ্যানেলগুলোতে প্রচার হওয়ার পাশাপাশি ইউটিউভে শুধু এই কয়েকদিনে কয়েক হাজারের বেশী দর্শক মিউজিক ভিডিওটি উপভোগ করেছেন। একজন ক্যন্সার রুগী ও তাঁর বান্ধবীর রোমান্স ও মান অভিমান নিয়ে নির্মিত এই মিউজিক ভিডিওতে চমৎকার কিছু দৃশ্য সংযোগ করা হয়েছে যা দেখে দর্শকরা দারুনভাবে বিমোহিত হয়ে উঠবেন। শাহরিন এই মিউজিক ভিডিওটিতে কন্ঠ দেওয়া ছাড়াও মডেল হিসেবে অভিনয় করেছেন। তাঁর চমৎকার পারফরমেন্স দর্শকদের দারুনভাবে আকৃষ্ট করেছে। 


উল্লেখ্য কন্ঠশিল্পি শাহরিন দীর্ঘদিন ধরে সৌখিন কন্ঠশিল্পি ছাড়াও ম্যাগজিন অনুষ্ঠান ’’একটু অন্যরকম’’ এ উপস্থাপিকা হিসেবে দর্শকদের কাছে বেশ প্রশংসিত হয়েছেন। কিশোর বয়সে বাংলাদেশ থেকে বাবার সাথে ব্রিটেনে আসা শাহরীন দীর্ঘদিন ধরে সঙ্গীতের উপড় বিশেষ তালিম নিচ্ছেন এবং একজন ফ্যাশন ডিজাইনার ও ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। তাঁর দেশের বাড়ী মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলায়।

নীচে দর্শকদের সুবিধার্তে শাহরিনের মিউজিক ভিডিওর লিংক দেওয়া হলো


https://www.youtube.com/watch?v=8m05dXOH3n0

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com