Latest News

বিএনপির আন্দোলনে বাধা দিলে তাৎক্ষণিক প্রতিরোধের শপথ


এসবিএন ডেস্ক : আর আত্মগোপনও নয়, কেন্দ্রের নির্দেশের অপেক্ষাও নয়, সরকারের অবিচারের বিরুদ্ধে আন্দোলন কর্মসূচিতে বাধা দিলে রাজপথেই তাৎক্ষণিক প্রতিরোধের শপথ নিয়েছে বিএনপি 

নবগঠিত ঢাকা মহানগরআহ্বায়ক কমিটির সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুদফায় বৈঠক মহানগর আহ্বায়ক কমিটির শীর্ষ নেতাদের নিজেদের মধ্যকার কয়েক দফা বৈঠকে ভবিষ্যৎ আন্দোলন কর্মসূচিকে ঘিরে এমনই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিগত আন্দোলন কর্মসূচিতে আগের আহ্বায়ক কমিটির ব্যর্থতার পর গত ১৮ জুলাই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে আহ্বায়ক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব উন নবী খান সোহেলকে সদস্যসচিব করে ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটি ঘোষিত হয় নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীন নতুন নির্বাচনের দাবিতে সরকারবিরোধী আন্দোলন রাজধানীতে জমিয়ে তুলতে কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পান দলের স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হান্নান শাহ, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম যুগ্ম-আহ্বায়ক হিসেবে-চেয়ারপারসনের উপেদেষ্টা কাউন্সিলের সদস্য ব্যবসায়ী নেতা আব্দুল আউয়াল মিন্টু, নির্বাহী কমিটির সমবায় বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আহমেদ, সদস্য কাজী আবুল বাশার, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ পিন্টুসদস্য এমএ কাইয়ুম সহ-তথ্য গবেষণা বিষয়ক সম্পাদক আবু সাইদ খান খোকন সদস্য হিসেবে- স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম-মহাসচিব আমান উল্লাহ আমান, বরকত উল্লাহ বুলু সদস্য হিসেবে আরও দায়িত্ব পান এসএ খালেক, আবুল খায়ের ভুইয়া, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম, সাহাবুদ্দিন আহমেদ ঈদের পর সরকারবিরোধী আন্দোলন তীব্রতর করার লক্ষ্যে গঠিত ওই কমিটিকে নিয়ে গত শনিবার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া এরপর গত মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তাদের নিয়ে একইস্থানে বৈঠকে বসেন বিএনপি চেয়ারপারসন দুই বৈঠকে উপস্থিত মহানগর কমিটির নেতাদের প্রতি বিএনপি প্রধান মর্মে নির্দেশনা দেন যে, ভবিষ্যতে কোনো কর্মসূচিতে সরকারবাধা দিলে, নেতাকর্মীদের গুলি করলে অথবা টিয়ারগ্যাস ছুঁড়লে কিংবা নির্যাতন করে গ্রেফতার করলে এর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে বৈঠকে উপস্থিত নেতাদের উদ্দেশে খালেদা বলেন, ফখরুলকে (ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) টেলিফোনে পাচ্ছি না, মির্জা আব্বাস (ঢাকা মহানগর কমিটির আহ্বায়ক) গ্রেফতার হয়েছেন বলে আমরা কোনো নির্দেশনা পাচ্ছি না-এমন কোনো কথা আর শুনতে চাই না কর্মসূচি চলাকালে যদি কোনো ওয়ার্ডের নেতাও পুলিশ দ্বারা নির্যাতিত হয়, আহত হয়, গ্রেফতার হয়, তাহলে সঙ্গে সঙ্গেই ওই ওয়ার্ডের নেতাকর্মীরা সংশ্লিষ্ট ওয়ার্ডেই তাৎক্ষণিক কর্মসূচি ঘোষণা দেবে এবং সর্বাত্মকভাবে পালন করবে পরে ঢাকা মহানগরসহ পুরো কেন্দ্র ওই নেতা বা কর্মীকে নির্যাতনের প্রতিবাদে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি ঘোষণা করবে এবং সারাদেশে একযোগে পালন করবে খালেদা বলেন, ওয়ার্ডের কর্মসূচি ঘোষণা করতে কেন্দ্রের (মির্জা ফখরুল বা মির্জা আব্বাস) নির্দেশনার দরকার নেই, ওয়ার্ডের নেতারাই নিজেদের বিবেচনায় কর্মসূচি দেবেন বিএনপি চেয়ারপারসন সাফ জানিয়ে দেন, কেবল ওয়ার্ডের ক্ষেত্রেই নয়, কেন্দ্রেও কে কর্মসূচি ঘোষণা করলো তা বিবেচনায় নেওয়া যাবে না, বিএনপির পক্ষ থেকে কর্মসূচি ঘোষণা হয়েছে মনে করেই সবাইকে সর্বাত্মক আন্দোলনে রাজপথে নেমে যেতে হবে দুটি বৈঠক সূত্রই জানায়, দলীয় চেয়ারপারসনের এমন নির্দেশ পালন করা হবে বলে একবাক্যে ঘোষণা দেন উপস্থিত মহানগর কমিটির নেতারা খালেদার সঙ্গে দুটি বৈঠকের পর বুধবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় বৈঠক করেন ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির শীর্ষ নেতারা তারা সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে সরকারবিরোধী আন্দোলনে রাজপথে নামার শপথ নেন বৈঠকেও
বৈঠকগুলোয় অংশ নেওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ঢাকা মহানগর বিএনপির নতুন কমিটির উপদেষ্টা হান্নান শাহ  বলেন, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে-যেখানেআঘাত সেখানেই প্রতিরোধ হবে নেতাকর্মীরা যেখানেই নির্যাতিত হবেন সংশ্লিষ্ট শাখার নেতাকর্মীরা সেখানেই কর্মসূচি দেবেন এবং সরকারের অত্যাচারের তাৎক্ষণিক জবাব দেবেন তিনি বলেন, এবার প্রতিটি ওয়ার্ড থেকে আমাদের আন্দোলন শুরু হবে শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারি বাহিনী কোনো উস্কানি দিলে কিংবা ছত্রভঙ্গ করার চেষ্টা করলে এর প্রতিবাদে দেশব্যাপী কঠোর আন্দোলন গড়ে তোলা হবে তিনটি বৈঠক সূত্রে জানা যায়, আন্দোলন কর্মসূচি চলাকালে মহানগর কমিটির কোনো নেতাকর্মী নির্যাতিত হলে বা আহত হলে মহানগরসহ সারাদেশে হরতাল-অবরোধের মতো কঠোর কর্মসূচি দেওয়া হবে সেসব কর্মসূচিতে যেন সবাই রাজপথে থাকে এজন্য নেতাকর্মীরা শপথ নেন  মহানগর কমিটির নেতারা বৈঠকগুলিতে শপথ নিয়ে - জানিয়ে দিয়েছেন, এবারআন্দোলনের সময় কেউআর আত্মগোপন নয়, রাজপথে থেকে সরকারের অবিচারের বিরুদ্ধে লড়াই করবেন  যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা আন্দোলন-কর্মসূচি চলাকালে গ্রেফতার হতে পারেন বা নির্যাতিত হতে পারেন বিষয়টি মাথায় রেখেই সবাই একনিষ্ঠভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে বলে বৈঠকে নেতাদের পক্ষ থেকে জানানো হয়

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com