Latest News

বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ইউকে’র প্রতিবাদ সভা


এসবিএন ডেস্ক :  বাংলাদেশ থেকে ব্রিটিশ ভিসা প্রসেসিং এর সকল কার্যক্রম ভারতের নয়াদিল্লিতে স্থানান্তিরীত করার পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছে বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ইউকে। গত ১৭ অগাষ্ঠ বামিংহামের স্মলহীথের একটি হলে অনুষ্ঠিত এক সভায় তারা এই প্রতিবাদ জানায় এবং সিদ্ধান্তটি বাতিল করতে ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানানোর পাশাপাশি বাংলাদেশ সরকারকেও এবিষয়ে ভূমিকা রাখার আহবান জানানো হয়। বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ ইউকে’র সাধারণ সম্পাদক তফাজ্জ্বল হোসেন চৌধুরীর পরিচালনায় ও সভাপতি আলী ইসমাইলের  সভাপতিত্বে অনুষ্টিত এই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আলহাজ্ব আব্দুল কাদির আবুল,শেখ মোহাম্মদ আব্দুল গফুর,আব্দুল মালিক ছানু,মোঃ তারা মিয়া,আলী আহমেদ মুসা,মোতাহার হোসেন,সাঈদ আহমেদ,সাংবাদিক খালেদ আহমেদ প্রমূখ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com