এসবিএন ডেস্ক. অপহরণের
প্রায় সাড়ে তিন মাস
পর
উদ্ধার হওয়া যুক্তরাজ্য বিএনপির
উপদেষ্টা মুজিবুর রহমান মুজিবের
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে
চিকিৎসা চলছে।
পুলিশি পাহারায় সুনামগঞ্জ নিয়ে
যাওয়া হবে বলে জানিয়েছেন
জেলার পুলিশ সুপার মোহাম্মদ
হারুন অর রশিদ। তাকে জিজ্ঞাসাবাদের
জন্য সোমবার রাত থেকে
অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ
হেমায়েতুল ইসলামের নেতৃত্বে ৬
সদস্যের একটি টিম ঢাকায়
অবস্থান করছে।
সোমবার তাকে গাজীপুরের টঙ্গী
থেকে উদ্ধার করা হয়। সুনামগঞ্জের পুলিশ সুপার
মোহাম্মদ হারুন অর রশিদ
জানান, হাসপাতাল কর্তৃপক্ষ রিলিজ
দিলে আজই মুজিবুর রহমানকে
সুনামগঞ্জে নিয়ে আসা
হবে। হাসপাতাল কর্তৃপক্ষ জানায়,
হাসপাতালে মুজিবুর রহমানের বেশ
কিছু স্বাস্থ্যপরীক্ষা করা হয়েছে। চিকিত্সকেরা পরীক্ষা-নিরীক্ষার
ফলাফল হাতে পাওয়ার অপেক্ষায়
রয়েছেন। দীর্ঘদিন
ধরে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস
ও
থাইরয়েডের সমস্যায় ভোগা মুজিবুরের
রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কিছুটা
কম। তবে তার
কথাবার্তা স্বাভাবিক রয়েছে। গত ৪ মে
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে
সুনামগঞ্জ শহীদ মিনারে গণঅনশন
শেষে সিলেট যাওয়ার পথে
গাড়িচালক রেজাউল হক সুহেলসহ
নিখোঁজ হন মুজিবুর রহমান
মুজিব। এ
ঘটনায় সুনামগঞ্জ মডেল থানায়
একটি সাধারণ ডায়েরি করেন
তার পরিবারের সদস্যরা। পরে সুনামগঞ্জ
জেলা বিএনপির আহবায়ক সাবেক
সংসদ সদস্য নাছির উদ্দিন
চৌধুরী সাংবাদ সম্মেলন করে
নিখোঁজের আনুষ্ঠানিক ঘোষণা দেন। নিখোঁজ বিএনপি
নেতা ও তার গাড়িচালকের
সন্ধানের দাবিতে সুনামগঞ্জ ও
সিলেটে হরতাল মানববন্ধনসহ নানা
কর্মসূচি পালন করে বিএনপি
ও
সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন। মুজিবুর রহমান মুজিব
দীর্ঘ ৪০ বছর ধরে
যুক্তরাজ্যে বসবাস করছেন। তিনি যুক্তরাজ্য
যুবদলের প্রতিষ্ঠাতা সভাপতির দায়িত্ব
পালন করে আসছেন। লন্ডনের আবাসন
ব্যবসায়ী মুজিবুর রহমান প্রায়
দু’বছর
আগে লন্ডন থেকে সিলেটে
আসেন। সিলেটের
শামীমাবাদ আসাসিক এলাকার মুজিব
ভিলা নামে তার একটি
বাসা রয়েছে।
আর
সুনামগঞ্জের ছাতকে রয়েছে
তার পৈতৃক বাড়ি।