Latest News

গাজা থেকে ইসরাইলেরসেনা প্রত্যাহার



এসবিএন ডেস্ক : গাজা থেকে সব সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছে ইসরাইলের সেনাবাহিনী এর আগে মিসরের প্রস্তাব অনুযায়ী গাজায় ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল হামাস  বিবিসির অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে গাজা থেকে সব সেনা প্রত্যাহারের খবরটি জানানো হয়েছে ইসরাইলি সেনাবাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল পিটার লারনার বলেছেন, ৭২ ঘণ্টার যুদ্ধবিরতির শেষ হওয়ার আগে ইসরাইলি সৈন্যদের সরিয়ে নেয়া হবে এর আগে ইসরাইল জানিয়েছে, কোনো পূর্বশর্ত ছাড়াই তারা মিসরের প্রস্তাব গ্রহণ করেছে এবং তারা কায়রোতে একটি প্রতিনিধিদল পাঠাবে মিসর জানিয়েছে, এই যুদ্ধবিরতি গাজায় সংঘাত অবসান একটি স্থায়ী সমাধানের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি মিসরের মধ্যস্থতাকারী এবং কর্মকর্তারা জানান, দেশটির প্রস্তাব করা ৭২ ঘণ্টার একটি যুদ্ধবিরতিতে উভয়পক্ষ সম্মত হয়েছে মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে সোমবার দিনভর মিসরে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেয় ফিলিস্তিনের হামাসসহ বিভিন্ন গ্রুপ ইসরাইল এর আগে সেখানে কোনো প্রতিনিধি পাঠাতে অস্বীকৃতি জানিয়েছিলসোমবার ইসরাইল মানবিক কারণে ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেছিল কিন্তু এর পর পরই তারা গাজার উত্তরে একটি শরণার্থী শিবিরে গোলাবর্ষণ শুরু করে এতে একজন নারী একজন কিশোরী প্রাণ হারিয়েছে রবিবার জাতিসংঘ পরিচালিত স্কুলে হামলার পর জাতিসংঘ ওয়াশিংটনের কড়া সমালোচনার মুখে ইসরাইল সোমবারের ওই সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা দেয় গাজার স্বাস্থ্য বিষয়ক কর্মকর্তারা জানান, সপ্তাহের সংঘর্ষে হাজার ৮০০ জনের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন এই সময়ে ৬৭ জন ইসরাইলি নিহত হন ছাড়া ইসরাইলে বসবাসকারী একজন থাই নাগরিকও মারা যানএদিকে সোমবার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটির মূল লক্ষ্য তার নাগরিকদের জন্য নিরাপত্তা নিশ্চিত করা হামাসের সুড়ঙ্গগুলো পুরোপুরি ধ্বংস করার আগ পর্যন্ত হামলা চলবে বলে জানান তিনি

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com