Latest News

‘‘বাংলা কাগজ’’ এর ইফতার মাহফিল ও সেমিনারে বৃটিশ এমপি,লর্ড মেয়রসহ কমিউনিটির সর্বস্থরের নেতৃবৃন্দের অংশগ্রহণ

এসবিএন ডেস্ক বৃটেন স্পেন ও বাংলাদেশ থেকে প্রকাশিত সংবাদপত্র ‘‘বাংলা কাগজ’’ এর উদ্যোগে গত ২২ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত হলো ‘‘রোজায় ধার্মিক ও শারিরিক উপকার’’ শীর্ষক সেমিনার ও ইফতার মাহফিল। বার্মিংহামের পেরীবারের রয়েল স্যুটে অনুষ্ঠিত  এই সেমিনার ও ইফতার মাহফিল ছিলো বার্মিংহামে অনুষ্ঠিত এযাবত কালের বাঙালী কমিউনিটির সর্ববৃহৎ জনসমাগম। এতে কমিউনিটির সর্বস্থরের মানুষের সাথে শরীক হতে যোগ দেন বৃটিশ এমপি খালেদ মাহমুদ,বার্মিংহামের লর্ড মেয়র শফিক শাহ,বার্মিংহামের বাঙালী দুই কাউন্সিলর কাউন্সিলর জিয়াউল ইসলাম এমবিই ও কাউন্সিলর নওয়াজ আলী থেকে শুরু করে বার্মিংহাম সিটি কাউন্সিলের বিভিন্ন কর্মকর্তা,বাঙালী কমিউনিটির ব্যবসায়ী,পেশাজীবিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের পাশাপাশি বিপুল সংখ্যক মহিলার উপস্থিতিতে সেমিনার শুরুর পুর্বেই পুরো হল পরিপূর্ণ হয়ে উঠে। বাংলা কাগজের সেক্রেটারী আলহাজ্ব খসরু খানের প্রাণবন্ত সঞ্চালনায় বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ স্বাগত বক্তব্য রাখেন এবং এসময় বাংলা কাগজ পরিবারের সকলকে মঞ্চে এনে পরিচয় করিয়ে দেওয়া হয়। ‘‘রোজায় ধার্মিক ও শারিরিক উপকার’’ শীর্ষক সেমিনারে বিশিষ্ট আলেম মৌলানা আব্দুল আউয়ালসহ অংশ নেন বেশ ক‘জন আলেম ও ইসলামিক চিন্তাবিদগন। সেমিনারের ফাঁকে ফাঁকে সুরেলা কন্ঠে ইসলামিক নাশিদ ও গজল পরিবেশন করা হয়। নাশিদ পরিবেশনে শিশুরাও অংশ নেয়।
বাংলা কাগজের এই আয়োজনে কমিউনিটির সর্বস্তরের মানুষের অংশগ্রহণের প্রশংসা করে মঞ্চে এসে বক্তব্য রাখেন বৃটিশ এমপি খালেদ মাহমুদ ও বার্মিংহামের লর্ড মেয়র শফিক শাহ।  তারা বলেন,কমিউনিটির উন্নয়নে বাংলা কাগজের ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। বাংলা কাগজের এই সেমিনার ও ইফতার মাহফিলে কমিউনিটির মানুষের বিপুল সমাগমে আয়োজকদের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান বাংলা কাগজের চেয়ারম্যান আবুল কালাম আজাদ ও সেক্রেটারী আলহাজ্ব খসরু খান। সবশেষে ফিলিস্তিনের আসহায় মুসলমানদের জন্য বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া ফিলিস্তিনের শিশু কিশোরদের সাহায্যের জন্য সেমিনার থেকে বাঙালী শিশু কিশোর ও মহিলারা বিভিন্ন দ্রব্য বিক্রি করে ফান্ড রেইজিং করে। উল্লেখ্য গত ১০বছর ধরে বাংলা কাগজ বৃটেনের মিডল্যান্ডস থেকে নিয়মিত প্রকাশনার পাশাপশি স্পেন ও বৃটেন থেকে প্রকাশিত হয়ে আসছে।
বাংলা কাগজের এই সেমিনার ও ইফতার মাহফিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বৃটেনের বাঙালী ইয়ং পার্লামেন্ট মেম্বার নাদিরুর চৌধুরী, রেডিও এক্্েরলের বাংলা বিভাগের প্রধান ও বার্মিংহাম বাংলা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা চৌধুরী যুবরাজ,বাংলাদেশ বিজনেস ফোরামের চেয়ারম্যান আলহাজ্ব ফয়জুর রহমান চৌধুরী এমবিই,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি কামাল আহমদ,একতারা বৃটিশ বেঙ্গলী কালচারাল সোসাইটির সভাপতি মোস্তফা কামাল বাবলু,বার্মিংহামের ২৮ মার্চ উদযাপন পরিষদের আহবায়ক ইব্রাহিম আলী,বার্মিংহাম উদীচির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক,আঞ্জুমানে আল-ইসলাহ‘র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা এম এ কাদির আল হাছান,দারুস সুন্নাহ একাডেমির প্রিন্সিপাল মুফতী তাজুল ইসলাম,বাংলাদেশ ক্যাটারার্স এসোসিয়েশন ওয়েষ্ট মিডল্যন্ডস সাধারণ সম্পাদক মোঃ শেলু মিয়া,কোষাধ্যক্ষ বাবুল মিয়া,দ্যা গিল্ড অফ বাংলাদেশী রেষ্টুরার্স মিডল্যান্ডসের সভাপতি ঈমাম উদ্দিন,বার্মিংহাম বাংলাদেশী জাতীয় দিবস উদযাপন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব কামরুল হাসান চুনু,বৃহত্তর সিলেট গনদাবী পরষিদের সভাপতি আলহাজ্ব আলী ঈসমাইল,সলিসিটর শাম উদ্দিন,সলিসিটর কামিলা রহমান,এস কে একাউন্টেন্টের পরিচালক কবীর খান,আবৃ এন্ড আবু একাউন্টেন্টের পরিচালক আবু নওশাদ,একাউন্টেন্টস তাজ উদ্দিন,সেইভ বাংলাদেশ মিডল্যান্ডসের আহবায়ক মাওলানা এটিএম মোকাররম হাসান,কলামিষ্ট শেবুল চৌধুরী,কলামিষ্ট আমিরুল ইসলাম বেলাল,কলামিষ্ট মনোয়ার আহমেদ,গোলাপগঞ্জ সমাজ কল্যাণ সংস্থা ইউকের সাধারণ সম্পাদক আমিনুর রহমান, বার্মিংহাম বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান মোঃ এমদাদ হোসেন,সাবেক সাধারণ সম্পাদক ফজলু চৌধুরী,সলিসিটর শাম উদ্দিন,ব্রাক সাজনের ডাইরেক্টর আব্দুস সালাম,শাপলা ক্যাশ এন্ড ক্বারীর পরিচালক আলহাজ্ব আব্দুল আহাদ,রাজনগর গ্র“পের চেয়ারম্যান ডঃ এমজি মৌলা মিয়া সিআইপি,প্রেস্টিজ অটো গ্র“প বার্মিংহামের পরিচালক মুকিত মিয়া,ফ্রেন্ডস গ্র“প এন্ড ডি এম প্রোপার্টিসের চেয়ারম্যান সাদেক মিয়া শামসু,রয়েল স্যুটের পরিচালক আহমদ ববি ও রানা মিয়া মিয়া চৌধুরী,ইকবাল বানকুইটিং স্যুট ও ইকবাল ক্যাটারিং এর পরিচালক আবু ইকবাল,ব্রিটিশ বাংলাদেশ চেম্বার অফ কমার্স মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক আলহাজ্ব রঞ্জু মিয়া,রঙ্গীন শাড়ীর পরিচালক মোহাম্মদ আলী হেলাল,স্মলহীথ বিজনেস সেন্টারের পরিচালক ফখরুল ইসলাম,বার্মিংহাম জে এম জি এয়ার কার্গেÍ পরিচালক মঈনুল খান, হলি মক্কাহ ট্যুরস বার্মিংহামের পরিচালক আলহাজ্ব শামসু মিয়া,কবি দেলোয়র হোসেন মঞ্জু,কবি সৈয়দ ইকবাল,কবি আমেনা বেগম,সংস্কৃতি কর্মী ফারজানা আক্তার,কানিজ ফাতেমা কলি,মহাকালের রাকিব,গিয়াস উদ্দিন,রহমত আলী,ওয়েষ্ট মিডল্যান্ডস আওয়ামিলীগের সভাপতি আলহাজ্ব আব্দুল নুর,সহ-সভাপতি এরশাদ আলী,ওয়েষ্ট মিডল্যান্ডস বিএনপির সাবেক সভাপতি আব্দুল লতিফ জেপি,বার্মিংহাম বিএনপির সভাপতি জালাল চৌধুরী,বার্মিংহাম আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জুম্মা আহমদ লিটু,বার্মিংহাম আওয়ামিলীগের যুগ্ম সম্পাদক নুরুল ইসলাম কিসলু,বার্মিংহাম জাসদের আহবায়ক সালেহ আহমেদ,সাবেক সাধারণ সম্পাদক সুহেল আহমেদ চৌধুরী,বার্মিংহাম জাসাসের সাধারণ সম্পাদক ফয়ছল আহমেদ,মিডল্যান্ডস যুবলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম তছলু,বার্মিংহাম ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বার্মিংহাম যুবদলের সভাপতি গুলজার আহমদ ফয়ছল,যুক্তরাজ্য জাতীয় পার্টির সহ-সভাপতি ও বার্মিংহাম জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হেলাল,সেবা কেয়া’র বার্মিংহামের প্রধান আব্দুল মোহিত, প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব শেখ মোহাম্মদ আব্দুল গফুর, খেলাফত মজলিস মিডল্যান্ডসের সাধারণ সম্পাদক মৌলানা এনামুল হাসান ছাবির,জালালিয়া এডুকেশনাল ইনষ্টিটিউশন এর গর্ভণর বডির সাধারণ সম্পাদক খুরশেদুল হক, কমিউনিটি ব্যক্তিত্ব ডাঃ এম এ খালেক,কাউন্সিলর আব্দুর রশীদ ভুইয়া, প্রবীণ আওয়ামিলীগ নেতা আব্দুল মালিক চৌধুরী,চলচ্চিত্রকার মকবুল চৌধুরী,বাংলা ভয়েস সম্পাদক মোহাম্মদ মারুফ,এনটিভির নর্থ-নর্থ ইষ্ট এন্ড মিডল্যান্ডস ব্যুরো চীফ ফারসু চৌধুরী,স্বাধীন দেশ ডটকমের সম্পাদক এডভোকেট ওবায়দুল কবীর খোকন,চ্যানেল আই বার্মিংহাম প্রতিনিধি লোকমান হোসেন কাজী,বিশেষ প্রতিনিধি আব্দুল আহাদ সুমন,এটিএন বাংলা ইউ‘কের জয়নাল ইসলাম,নাট্য কর্মী তারেক চৌধুরী ও আজিজুর রহমান হীরণ,বাংলা টিভি বার্মিংহাম প্রতিনিধি মুশফিকুর রহামনান চৌধুরী,ইকরা বাংলা ইউকের মিডল্যান্ডস প্রতিনিধি মোহাম্মদ আলী,লন্ডন বাংলার মিডল্যান্ডস প্রতিনিধি ও হলি মক্কাহ ট্যুরস বার্মিংহামের ম্যানেজিং ডাইরেক্টর এলাইছ মিয়া মতিন,চ্যানেল এস বার্মিংহাম প্রতিনিধি রিয়াদ আহাদ,বাংলা কাগজের উপদেষ্ঠা আলহাজ্ব মাফিজ খান,এ এস এম ওয়াহিদ,কবি মফিদুল গণি মাহতাব,আলহাজ্ব রইছ আলী,আলহাজ্ব ছুরুক মিয়া,ডাইরেক্টর সৈয়দ কবীর আহমেদ,আব্দুল কাদির আবুল,আবুল এম চৌধুরী সুমন,মুক্তিযোদ্ধা এম এ হামিদ,বাংলা কাগজের বার্মিংহাম প্রতিনিধি রাজু আহমেদ ও খালেদ আহমেদ,সেলস এসিসটেন্ট মিজান রেজা চৌধুরী,ফ্রেন্ডস অফ বাংলাদেশী ইয়ং লেবারের সুহেল শাহা,নজরুল ইসলাম,সাঈদ আহমেদ,গ্রেটার কুলাউড়া এসোসিয়েশন মিডল্যান্ডসের যুগ্ম আহবায়ক মুরাদ আহমেদ ও মুশফিক চৌধুরী,শোর্পশায়ার ইন্টারফেইথ গ্র“পের চেয়ারম্যান আহমেদ মোস্তফা জন, বালাগঞ্জ ওসমানীনগর গরীব কল্যাণ ট্রাষ্ট বার্মিংহাম ইউ’কের সভাপতি প্রার্থী হাজী আব্দুল ওয়াদুধ,বাংলাদেশ হিন্দু এসোসিয়েশনের চেয়ারম্যান তারকা রঞ্জন চন্দ প্রমূখ।
উল্লেখ্য এবারের ইফতার মাহফিলে সার্বিক সহযোগিতায় ছিলো রয়েল স্যুট,হলি মক্কাহ ট্যুরস লিঃ,সিম্পল এন্ড স্মার্ট ইন্সুরেন্স,জি টেন,এক্্িরডেন্ট এসোসিয়েট এন্ড ইনজুরী,এক্্েরল টিউশন সেন্টার,শাপলা ক্যাশ এন্ড কারী,এফবি সুপার মার্কেট ও এস কে এন চার্টার একাউন্টেন্ট।



বাংলা কাগজ পরিবারের কৃতজ্ঞতা প্রকাশ

বাংলা কাগজের উদ্যোগে গত ২২ জুলাই মঙ্গলবার অনুষ্ঠিত সেমিনার ও ইফতার মাহফিলে বার্মিংহামের বাঙালী কমিউনিটির সর্বস্থরের মানুষের উপস্থিতিতে এযাবতকালে সর্ববৃহৎ বাঙালীদের অংশগ্রহণে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছে বাংলা কাগজ পরিবার। বাংলা কাগজের চেয়ারম্যান আজাদ আবুল কালাম ও জেনারেল সেক্রেটারী আলহাজ্ব খসরু খান এক বিবৃতিতে বলেন বাংলা কাগজের প্রতি কমিউনিটির মানুষের এতো ভালোবাসার বহিঃপ্রকাশ দেখে আমরা সত্যিই আভিভূত। তারা সকলের অংশগ্রহণে এই বিশাল আয়োজন করতে পারায় আল্লাহর শোকরিয়া আদায় করেন এবং কমিউনিটির সকলকে ধন্যবাদ জানান। তারা আশা প্রকাশ করেন  বাংলা কাগজের প্রতি সকলের এই আন্তরিকতা ও ভালোবাসা ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আজাদ আবুল কালাম ও আলহাজ্ব খসরু খান এই আয়োজনে বাংলা কাগজ পরিবারের যেসব সদস্যে ঐকান্তিকভাবে কাজ করেছেন তাদের প্রতিও গভীর কৃতজ্ঞতা জানান। পাশাপাশি স্থান সংকুলান না হওয়ায় যেসব অতিথি আসন পাননি তাদের প্রতি বাংলা কাগজের পক্ষ থেকে দুঃখও প্রকাশ করেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com