এসবিএন ডেস্ক : ফিলিস্তিনের অবরুদ্ধ
গাজায় বসবাসরত নাগরিকদের তাদের বাসস্থান ছেড়ে দেবার কথা বলেছেন ইসরাইলি
প্রধানমন্ত্রী বেনজামিন নেতা নিয়াহু। গাজার একটি বহুতল ভবন বিমান হামলায় গুঁড়িয়ে
দেবার পর এ সতর্কতা ঘোষণা করলেন তিনি। খবর আল-জাজিরা। ইসরাইলি
প্রধানমন্ত্রী বলেন, শীঘ্রই হামাস নিয়ন্ত্রিত প্রতিটি জায়গা থেকে
বাসিন্দাদের আমি সরে যেতে বলছি। হামাসের প্রতিটি জায়গাই আমাদের হামলার
লক্ষ্যবস্তু। এর
আগে রবিবার সকালে গাজায় একটি বহুতল ভবনে হামলা চালায় ইসরাইলি সেনাবাহিনী। একই সময়
রাফায় একটি শপিং সিটিতে হামলা চালায় ইসরাইল। এতে অন্ত:ত ৬ জন আহত হয়। গাজায়
ইসরাইলের বর্বর আগ্রাসন অব্যাহত রয়েছে। সর্বশেষ শনিবারের হামলায় অন্ত:ত ১১
ফিলিস্তিনি প্রাণ হারায়।