Latest News

বিয়ানীবাজারে জনতার হাতে মোটর সাইকেল চিনতাইকারী পাকড়াও॥ মামলা দায়ের



সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারের শেওলা ইউপির গোল্ডেন কমিউনিটি সেন্টারে মোটর সাইকেল চুরির সময় জনতা এক চোঁরকে হাতেনাতে আটক করেছে  আটক চোঁরের নাম সুমন আহমদ মারুফ (২৪) সে বিশ্বনাথ উপজেলার চান্দশ্রী কাকন গ্রামের হাবিবুল্লাহ মিয়ার পুত্র এঘটনায় মোটর সাইকেলের মালিক আবু তাহের বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেছেনপ্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বিয়ানীবাজার-সিলেট সড়কের শেওলা ইউপির আওতাধীন গোল্ডেন কমিউিনিটি সেন্টারে গতকাল শুক্রবার একটি বিয়ের অনুষ্টানে যান আবু তাহের এসময় তিনি তার ইন্ডিয়ান ডিসকভার মোটর সাইকেলটি সেন্টারের বাহিরে রেখে যান খাওয়া শেষ করে বাহিরে এসে দেখেন একটি ছেলে তার গাড়ির লক খোলার চেষ্টা করছে এসময় তিনি তাকে লক খোলার কারণ  জিজ্ঞাসা করলে সে কোন উত্তর দিতে পারেনি এসময় তিনি বিয়েতে আগন্তুক জনতা চোঁরকে উত্তম মাধ্যম দিয়ে শেওলা ইউপির চেয়ারম্যান আখতার খাঁন জাহেদকে খবর দিলে তিনি এসে চোঁরকে উদ্ধার করে পুলিশের হাতে সোপর্দ করেন এঘটনায় মোটর সাইকেলটির মালিক আবু তাহের বাদী হয়ে বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন মামলা নং ১৭ (২২..২০১৪)এদিকে  শুক্রবার বিয়ানীবাজার পৌরশহরের আলীশাহ কমিউনিটি সেন্টার থেকে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এমরুল হোসেনের মোটর সাইকেলটিও চুঁরি হয়েছে বলে জানা গেছে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com