Latest News

‘বিএনপির সিলেট মহানগর কমিটি ভেঙ্গে দেয়ার দাবি’



এসবিএন ডেস্ক : সিলেট মহানগর বিএনপির কমিটি অবিলম্বে ভেঙ্গে দেবার ও নতুন কমিটি গঠনের দাবি জানিয়েছেন দলটির নেতাকর্মীরা। শনিবার বিকালে নগরীর মালঞ্চ কমিউনিটি সেন্টারে কেন্দ্রীয় প্রতিনিধি দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদের সাথে বৈঠককালে তারা এই দাবি জানান। সিলেট মহানগর ও জেলা বিএনপিকে সংগঠিত করার লক্ষ্যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে দায়িত্ব দেন। দায়িত্ব লাভের পর সালাহউদ্দিন দলের জেলা ও মহানগরকে সক্রিয় করতে ও আগামী দিনের আন্দোলন সংগ্রামে সক্রিয় ভূমিকা রাখতে করণীয় নির্ধারণে প্রথম বৈঠকে মিলিত হন শনিবার।  বৈঠকে মহানগর নেতৃবৃন্দ বর্তমান কমিটির ব্যর্থতায় চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং নিখোঁজ কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর পর কেউই সিলেটে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেনি। চরম বিশৃঙ্খল অবস্থার মধ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপি পরিচালিত হচ্ছে। পদ-পদবি নিয়ে অনেকে ফটোসেশন করলেও প্রকৃত আন্দোলন-সংগ্রামে দায়িত্বশীল অনেক নেতাই উদাসীনতার পরিচয় দিচ্ছেন। সরকারবিরোধী আন্দোলনেও বর্তমান কমিটি চরম হতাশা আর ব্যর্থতার পরিচয় দিয়েছে। নেতৃবৃন্দ অভিযোগ করেন, মহানগর কমিটি চারবছর আগে গঠন করে দেয়া হলেও ২৭ টি ওয়ার্ডের সাংগঠনিক কাজের সমন্বয় ও কাজের অবস্থা বেহাল, নেই প্রাণ ফিরিয়ে আনার কোন সাংগঠনিক উদ্যোগ। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কর্মসূচিতে যেভাবে সিলেট থেকে সাড়া দেবার ও সফলতার কথা ছিলো তার কিছুই হয়নি। বরঞ্চ পিছুহটা আর স্বার্থকেন্দ্রীক কৌশল অবলম্বন করতেই দেখা গেছে কমিটির নেতাদের।  ক্ষমতাসীন আওয়ামী লীগকে মোকাবিলার বদলে নিজ দলের অভ্যন্তরীণ গ্রুপিং, লবিংয়ের পেছনে সময় ব্যয় করছেন জেলা ও মহানগরের নেতারা। বৈঠকে ছাত্রদল নেতারা অভিযোগ করে বলেন, প্রায় একযুগ হতে চলল ছাত্রদলের কোন কমিটি নেই। ফলে অসংখ্য দল-উপদলের সৃষ্টি হয়েছে। তারা অচিরেই ছাত্রদলের জেলা ও মহানগর কমিটি গঠনের দাবি জানান। সিলেটের বড় কোন নেতার মুখাপেক্ষী না হয়ে ত্যাগী ও রাজপথে লড়তে সক্ষম এদের মধ্য থেকে নেতৃত্ব সৃষ্টির দাবি জানান।  নেতা-কর্মীদের সব কথা শোনার পর বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সালাউদ্দিন আহমেদ সমাপনী বক্তব্যে বলেন- বর্তমান কমিটির দুর্বলতা সত্যিই হতাশাব্যঞ্জক। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সিলেটে গত ১৮ বছরেও মহানগর যুবদলের  কোন কমিটি গঠন হয়নি। তিনি বৈঠকের সব প্রস্তাবনা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নজরে আনবেন বলে উপস্থিত নেতা-কর্মীদের আশ্বস্ত করেন।  সালাউদ্দিন আহমেদ বলেন, অচিরেই মহানগর যুবদল, ছাত্রদল, ওয়ার্ডসহ সব অঙ্গসংগঠনের কমিটি গঠনে জোর উদ্যোগ নেয়া হবে। সিলেটে সরকারবিরোধী আন্দোলনের জন্য নেতা-কর্মীদের প্রস্তুতি গ্রহণ করতেও তিনি সবাইকে আহবান জানান।  কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সমশের মবিন চৌধুরীসহ সাংগঠনিক সম্পাদক ডা. শাখাওয়াত হোসেন জীবন, কেন্দ্রীয় সদস্য ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সভায় উপস্থিত থাকলেও বক্তব্য রাখার সুযোগ পাননি। সিলেট মহানগর বিএনপির সভাতি এম এ হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম জালালী পংকির পরিচালনায় সভায় বক্তব্য রাখেন- মহানগর বিএনপির সহ সভাপতি অধ্যাপক মকসুদ আলী, যুগ্ম সম্পাদক আজমল বখত সাদেক, জিয়াউল আরেফিন জিল্লুর, হুমায়ুন কবির শাহীন, কোষাধ্যক্ষ ফরহাদ চৌধুরী শামীম, মহানগর মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক সালেহ আহমদ খসরু, দপ্তর সম্পাদক আবদুল ওয়াছেহ চৌধুরী জুবের, প্রচার সম্পাদক ওমর আশরাফ ইমন, অর্থ-সম্পাদক ফরহাদ চৌধুরী শামীম, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আতিকুর রহমান সাবু, মহিলা বিষয়ক সম্পাদিকা এডভোকেট হাদীয়া চৌধুরী মুন্নী, সহ-সাংগঠনিক সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, দিনার খান হাসু, কেন্দ্রীয় ছাত্র দলের সহ সভাপতি আব্দুল আহাদ খান জামালমহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক নুরুল আলম সিদ্দিকী খালেদ, মহানগর তাঁতী দলের সভাপতি ফয়েজ আহমদ দৌলত, মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী, সাধারণ সম্পাদিকা এডভোকেট রোকসানা বেগম শাহনাজ, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ ইউনুস মিয়া, মহানগর জাসাসর সাধারণ সম্পাদক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার প্রমুখ। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত সিলেট বিএনপি নেতাদের সাথে বৈঠক করছেন সালাহউদ্দিন আহমদ।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com