এসবিএন ডেস্ক : ইরান
দেশে তৈরি ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা
ব্যবস্থা ‘তালাশ-৩’ এর
সফল পরীক্ষা চালিয়েছে। আজ (বৃহস্পতিবার)
ইরানের খাতামুল আম্বিয়া বিমান
প্রতিরক্ষা ঘাঁটির কমান্ডার
ব্রিগেডিয়ার জেনারেল ফারজাদ
ইসমাঈলি বলেছেন, তালাশ-৩
এর
পাল্লা দুইশ’ কিলোমিটারের বেশি
এবং আগামী ২২ সেপ্টেম্বর
এটি জনসমক্ষে প্রদর্শন করা
হবে। ইরানের
আকাশ শত্রুমুক্ত রাখার সক্ষমতা
অদূর ভবিষ্যতেই আরও বাড়বে
বলে তিনি জানান। এর আগে গত
২৪
আগস্ট ইরানে দেশে তৈরি
দু’টি
ক্রুজ ক্ষেপণাস্ত্র ও দু’টি
ড্রোন উদ্বোধন করা হয়। ক্রুজ ক্ষেপণাস্ত্র
দু’টির
নাম দেয়া হয়েছে ‘গাদির’
ও
‘নাসরে বাসির’। এরমধ্যে
‘গাদির’ হচ্ছে ইরানের নতুন
প্রজন্মের ক্রুজ ক্ষেপণাস্ত্র
এবং এর পাল্লা হচ্ছে
তিনশ’ কিলোমিটার।
এটি উপকূলের পাশাপাশি নৌযান
থেকেও উৎক্ষেপণ করা যায়। সামরিক বিশেষজ্ঞরা
জানিয়েছেন- এ ক্ষেপণাস্ত্র
লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে
আঘাত হানতে পারে
এবং এর ধ্বংস ক্ষমতাও
অনেক বেশি।
‘নাসরে বাসির’ ক্ষেপণাস্ত্রেও
রয়েছে অত্যাধুনিক স্মার্ট প্রযুক্তি। নয়া দু’টি
ড্রোনের নাম দেয়া হয়েছে
কারার-৪ এবং মোহাজের-৪। ‘কারার-৪’
ড্রোনটি দক্ষতার সঙ্গে শত্রু
বিমানের গতিপথ চিহ্নিত করতে
সক্ষম। এছাড়া
‘মোহাজের-৪’ ড্রোনটি আকাশ
থেকে ছবি তোলার কাজে
ব্যবহৃত হবে।
সামরিক কাজের বাইরে বেসামরিক
কাজেও এটি ব্যবহার করা
যাবে। ইরান
প্রতিরক্ষা ক্ষেত্রে একের
পর
এক
সমৃদ্ধি লাভ করলেও তাদের
অর্জন কখনোই অন্য কোনো
দেশের জন্য হুমকি সৃষ্টি
করবে না বলে তেহরানের
পক্ষ থেকে বারবার ঘোষণা
করা হয়েছে।