Latest News

তাহিরপুর সীমান্তে ৬ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ



এসবিএন ডেস্ক : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ। রবিবার দুপুর ২টার দিকে উপজেলার লাউয়েগড় সীমান্তের কাছে শাহ আরেফিন মাজার এলাকার যাদুকাটা নদীতে পাহাড়ি ঢলে ভেসে আসা গাছ ধরতে গেলে বিএসএফ বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তাদের ধরে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন আটকদের স্বজনরা। তারা হলেন, লাউড়গড় গ্রামের আব্দুল আজিকের ছেলে সৈকত (১৮), আলেক মিয়ার ছেলে জানু (১৭), রাজ্জাকের ছেলে মুরসায়েম (১৮), আব্দুন নূরের ছেলে মুক্তার (১৭) ও দেলোয়ারের ছেলে কালা মিয়া(১৭) এবং সাইদাবাদ গ্রামের আব্দুল বারেকের ছেলে মিছবাহ (১৬)। স্থানীরা জানান, প্রচন্ড বৃষ্টির কারণে সৃষ্ট পাহাড়ি ঢলের সঙ্গে ভারত থেকে গাছ ভেসে আসছিল। ভেসে আসা গাছগুলো ধরার সময় বিএসফ তাদের ধরে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। ৮ বিজিবি ব্যাটালিয়ন কমান্ডার কর্ণেল গোলাম মহিউদ্দিন বলেন, আটকদের ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে বিজিবি।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com