এসবিএন ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা জোরদার করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস। গত মঙ্গলবার রাতে যুদ্ধবিরতি ভেঙে গাজার ওপর নতুন করে আগ্রাসন এবং হামাসের তিন শীর্ষ কমান্ডারকে হত্যার পর ইসরাইলের বিরুদ্ধে রকেট হামলা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেছিল হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন আল-কাসসাম। তারই অংশ হিসেবে হামাস রকেট হামলা শুরু করেছে এবং গত মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত ইসরাইলের এশকল, আশকেলন, আশদোদ ও রাজধানী তেল আবিবসহ বহু শহরে রকেট ছুঁড়েছে তারা। এছাড়া, ইসরাইলের কিসুফিম সামরিক ঘাঁটিতেও আঘাত হেনেছে হামাসের রকেট। তবে, ক্ষয়ক্ষতির খবর জানা যায় নি। এ বিষয়ে ইসরাইল শুরু থেকেই গোপনীয়তা রক্ষা করে আসছে। ইসরাইলের সামরিক বাহিনী জানিয়েছে, গত মধ্যরাত থেকে আজ দুপুর পর্যন্ত অন্তত ৬০টি রকেট ছুঁড়েছে হামাস। এছাড়া, আজ দুপরের দিকে প্রায় একইসময়ে ইসরাইলের ২০টি শহরে হামাসের রকেট আসার বিরুদ্ধে জনগণকে সতর্ক করে সাইরেন বাজানো হয়। ফিলিস্তিনি যোদ্ধারা তেল আবিবের গুরিয়ন বিমানবন্দরেও রকেট হামলা চালিয়েছে। গতকাল হামাসের তিন শীর্ষ কমান্ডার শহীদ হওয়ার পর কাসসাম ব্রিগেডসহ রাজনৈতিক শাখার নেতারা বলেছেন, ইসরাইলকে এর কঠিন মূল্য দিতে হবে।