এসবিএন ডেস্ক. ইসরায়েলি
বর্বর হামলায়
ফিলিস্তিনের গাজায় নিহতের সংখ্যা সোমবার
পর্যন্ত ২০১৬-তে পৌঁছেছে
বলে জানিয়েছে
গাজার স্বাস্থ্য
মন্ত্রণালয়। এ পর্যন্ত আহত
হয়েছে ১০
হাজার ১৯৬
ফিলিস্তিনি। খবর এএফপি’র। গত
আটদিন ধরে
অস্ত্রবিরতি চলায় গাজার পরিস্থিতি বর্তমানে
কিছুটা শান্ত
রয়েছে। ইসরায়েলি
হামলায় মারাত্মকভাবে
আহত বেশ
কয়েক ফিলিস্তিনি
চিকিৎসাধীন অবস্থায় মারা গেলে নিহতের
সংখ্যা দুই
হাজার ছাড়ায়
বলে জানিয়েছে
স্বাস্থ্য মন্ত্রণালয়। নিহতদের মধ্যে
৫৪১ শিশু,
২৫০ নারী
ও ৯৫
জন বৃদ্ধ
রয়েছে। অপরদিকে এ পর্যন্ত
৬৪ ইসরায়েলি
সেনা, দেশটির
দুই বেসামরিক
নাগরিক ও
এক থাই
কর্মীসহ মোট
৬৭ জন
নিহত হয়েছে। নিহত
ইসরায়েলি সেনাদের
মধ্যে ৫
জন নিজ
সেনাদের গুলিতে
নিহত হয়েছে
বলে জানিয়েছে
দেশটির সেনাবাহিনী। দীর্ঘমেয়াদি
অস্ত্রবিরতিতে অচলাবস্থা গাজায়
দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির ব্যাপারে মিসরের মধ্যস্ততায়
কায়রোতে ইসরায়েল-ফিলিস্তিন পরোক্ষ
আলোচনায় অচলাবস্থা
দেখা দিয়েছে। সোমবার
রাতে পাঁচদিনের
অস্ত্রবিরতির মেয়াদ শেষ হতে যাচ্ছে। এ
অবস্থায় এখনও
নতুন অস্ত্রবিরতির
কোনো ঘোষণা
না আসায়
আবারও অস্বস্তিকর
পরিস্থিতির সৃষ্টি হতে যাচ্ছে। মিসরের পক্ষ থেকে
দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতির ব্যাপারে চাপ দেওয়া
হলেও ইসরায়েল
এ ব্যাপারে
নেতিবাচক ইঙ্গিত
দিয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী
নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের নিরাপত্তার প্রশ্নে
‘স্পষ্ট জবাব’
না থাকলে
তারা দীর্ঘমেয়াদি
অস্ত্রবিরতিতে যাবে না। অপরদিকে হামাসের
পক্ষ থেকে
বলা হয়েছে,
ফিলিস্তিনিদের
দাবি পূরণ
না হলে
দীর্ঘমেয়াদি অস্ত্রবিরতি করবে না তারা। হামাসের
প্রধানতম দাবি,
গাজায় টানা
আট বছর
ধরে চলা
ইসরায়েলি অবরোধ
তুলে নিতে
হবে।
এদিকে দীর্ঘমেয়াদি
অস্ত্রবিরতির লক্ষ্যে কাতারে হামাস নেতাদের
সঙ্গে সাক্ষাৎ
করেছেন ফিলিস্তিনের
প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস।