এসবিএন ডেস্ক : ২০ দলীয় জোট বিষধর সাপের মতো অশুভশক্তির জোট। এরা যাতে তাদের বিষবাষ্প না ছড়াতে পারে সেজন্য তাদের বিষদাঁত উপড়ে ফেলতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। রোববার বিকেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সংগঠনের এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর আওয়ামী লীগ। হানিফ বলেন, ২০ দলীয় জোট বিষধর সাপের মতো অশুভ শক্তির জোট। এদের মতো বিষধর আর কেউ নেই। ২০০১ সাল থেকে ২০০৬ পর্যন্ত তাদের বিষবাষ্প বাংলার মানুষ দেখেছে। আর যেন তারা বিষ ছড়াতে না পারে আমরা তাদের বিষদাঁত উপড়ে ফেলবো। আর যেন মাথা চাড়া দিয়ে না দাঁড়াতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সমালোচনা করে তিনি বলেন, বিএনপি মহাসচিব ইদানিং বলছেন, গণতন্ত্র উদ্ধারের জন্য আন্দোলন করছেন। ক্ষমতার জন্য নয়। তিনি বলেন, আপনারা দেশব্যাপী বোমা হামলা করেছেন। ২১ আগস্ট গ্রেনেড হামলা করে ২৪ জনকে হত্যা করেছেন। সে গণতন্ত্র বাংলাদেশের মানুষ চায় না। নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত আছেন সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, অ্যাডভোকেট সাহারা খাতুন, সাধারণ সম্পাদক ও এলজিআরডি মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। বক্তব্য রাখেন ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, নগরের যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম এমপি, খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাঈদ খোকন প্রমুখ।