Latest News

সমাজকল্যাণমন্ত্রীর অপসারন চায় হেফাজত



এসবিএন ডেস্ক. : সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মোহসীন আলীর অপসারণ দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ বৃহস্পতিবার হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা শাহ্ আহমদ শফী মহাসচিব আল্লামা জুনাইদ বাবুনগরীসহ কেন্দ্রীয় নেতারা গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দাবি জানান বিবৃতিতে সরকারকে উদ্দেশ করে নেতারা বলেন, ‘সরকারের সমাজকল্যাণমন্ত্রী মাদরাসা শিক্ষা আলিম-ওলামা সম্পর্কে হিংসাত্মক, ঔদ্ধত্বপূর্ণ বাস্তবতাবর্জিত মন্তব্য করেছেন এজন্য তাকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে নচেৎ তাকে অবিলম্বে অপসারণ করে প্রমাণ করুন আপনারা ইসলামী ধর্মীয় শিক্ষার শত্রু নন বিবৃতিতে নেতারা বলেন, ‘সম্প্রতি একটি জনসভায় প্রদত্ত ভাষণ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অনুদান পাওয়া বিভিন্ন এতিমখানায় প্রেরিত চিঠিতে তিনি যেসব কথা বলেছেন, তাতে স্পষ্ট প্রতিভাত হয় কুরআন-হাদিস মাদরাসা শিক্ষার প্রতি তিনি প্রচণ্ড ঘৃণা পোষণ করেন নেতারা বলেন, ‘নব্বই শতাংশেরও বেশি মুসলিম অধ্যুষিত একটি স্বাধীন দেশের একজন মন্ত্রী ইসলামী শিক্ষা ধর্মতত্ত্ববিদ আলিম-ওলামা সম্পর্কে যে ভাষায় আক্রমণ করে বক্তব্য দিয়েছেন, মন্ত্রিত্বের ক্ষমতাবলে যেসব নির্দেশনা জারি করেছেন তা সরাসরি ধর্মীয় শিক্ষার অস্তিত্বের জন্য হুমকি তার বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হলে অচিরেই ধর্মপ্রাণ জনগণের ক্ষোভ সর্বাত্মক আন্দোলনে রূপ নেবে একই সাথে তার এহেন ন্যক্কারজনক বক্তব্য ইসলাম মাদরাসা শিক্ষা সম্পর্কে বহির্বিশ্বেও বর্তমান সরকারের নেতিবাচক অবস্থান তুলে ধরবে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com