সেলিম আলম, মাদ্রিদ : যান্ত্রিক প্রবাস জীবনে একটু ঘুরাঘুরি আর আনন্দে মেতে উঠার উপলক্ষ ’বনভোজন’ এর আয়োজন। সেই আয়োজনে খেলাধূলা আর সাংস্কৃতিক অনুষ্ঠান বাড়তি পাওনা। সব আয়োজনের সম্মিলন যদি হয় পুরোপুরি, তবে প্রবাসের যান্ত্রিকতা, কর্মক্লাšি- সাময়িক হলেও ভুলে যাওয়া যায়। এমনই আনন্দপূর্ণ বনভোজনের আয়োজন করে মাদ্রিদে বসবাসরত বিক্রমপুর-মুন্সিগঞ্জ জেলার প্রবাসী বাংলাদেশীরা। গত ২৫ আগষ্ঠ স্পেনের রাজধানী শহর মাদ্রিদ থেকে ১৫০ কিলোমিটার দূরে পাহাড় বেষ্টিত হ্রদের পাশে কাছা লেগাছ নামক ¯'ানে এ বনভোজনের আয়োজন করা হয়। বাসযোগে যাওয়া দীর্ঘ রা¯-া কথামালা আর গানে মাতিয়ে রাখা হয়। বনভোজন স্পটে বিভিন্ন খেলাধূলা আর সাস্কৃতিক অনুষ্ঠান সবাই উপভোগ করেন। মুরগের লড়াই, মহিলাদের বালিশ খেলাসহ ছিল বিভিন্ন প্রতিযোগিতা। বিজয়ীরাও পুরস্কৃত হোন। শিশু কিশোরদের জন্যও রাখা হয় বিভিন্ন প্রতিযোগিতা। পুরো বনভোজনের সার্বিক ব্যব¯'াপনা ও সহযোগিতায় ছিলেন মিল্টন ভূঁইয়া, মনির আহমদ, শাহ আলম, আব্দুল কাইয়ুম, পেয়ার হোসেন, আল আমিন, দীপু, আবু তাহের প্রমূখ। বনভোজনে অংশগ্রহণ করেন মিজানুর রহমান বিপ্লব, জহির"ল ইসলাম নয়ন, জহির"ল ইসলাম, আব্দুল গফুর ফরিদ, আইয়ূব আলী সোহাগ, শামসুল ইসলাম অহিদ, মহি উদ্দিন আহমদ প্রমূখ। আয়োজকরা প্রতি বছরই এমন বনভোজনের আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।