Latest News

১১ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইল



এসবিএন ডেস্ক. পশ্চিম তীরের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে ১১ ফিলিস্তিনিকে ধরে নিয়ে গেছে ইসরাইল সময় ইসরাইলি হামলায় কয়েক ফিলিস্তিনি আহত  হন  স্থানীয় সংবাদ মাধ্যম নিরাপত্তা সূত্রে বলা হয়েছে, ইসরাইলি বাহিনী পশ্চিমতীরের আল খলিল শহর থেকে ইব্রাহিম জাবেরকে গ্রেফতার করে তিনি ২০১১ সালে বন্দি বিনিময় চুক্তির আওতায় ইসরাইলি কারাগার থেকে মুক্ত হয়েছিলেন এদিকে দুরা শহরের কয়েকটি বাড়িতে অভিযান চালিয়ে আরেক সাবেক কারাবন্দীসহ আরো চার জনকে ধরে নিয়ে যায় ইহুদিবাদী সেনারা অভিযানের সময় ইসরাইলি বাহিনী তাদের ওপর নির্যাতনও চালায় ইসরাইলি বাহিনী জেনিন শহরের উত্তরে সিলাত আল- হারিথিয়া, কাফ্ দান এবং ফাক্কুয়া গ্রামে অভিযান চালিয়ে তিন ফিলিস্তিনিকে অপহরণ করেছে  নাবলুস শহরের দক্ষিণে যা'তারা নিরাপত্তা চৌকি থেকে ১৭ বছর বয়সী বেইরুত আলী মোহাম্মদকে ইসরাইলি বাহিনী ধরে নিয়ে যায় কয়েক ঘণ্টা পর অবশ্য  ইসরাইলি বাহিনী তাকে ছেড়ে দেয় বলে জানা গেছে তাছাড়া, বেথেলহেম জেলা বাকুয়া আশ-শারকিয়া  থেকে দুজনকে ইসরাইলি বাহিনী ধরে নিয়ে যায়গত জুলাই থেকে ইসরাইলি বাহিনী গাজায় বর্বরোচিত পাশবিক হামলা চালানোর পর থেকে পশ্চিম তীরে টান টান উত্তেজনা বিরাজ করছে গাজায় ইসরাইলি বাহিনী হামাসের মধ্যে যখন ৭২ ঘণ্টার মানবিক যুদ্ধবিরতি চলছে তখন ১১ ফিলিস্তিনি অপহৃত হওয়ার ঘটনা ঘটল২৯ দিনের আগ্রাসনে ইসরাইল গাজা উপত্যকায় নিরপরাধ বেসামরিক লোকজনের ওপর গণহত্যা চালিয়েছে এতে নিহত হয়েছেন প্রায় ,৯০০ ফিলিস্তিনি এবং আহত হন ,৫০০ মানুষ এদের মধ্যে শিশু রয়েছে ৪০০ জন এর বিপরীতে ইসরাইলি গণমাধ্যমের খবর অনুযায়ী- ৬৪ সেনা নিহত ,৬২০ জন আহত হয়েছে আর বেসামরিক নাগরিক মারা গেছে মাত্র তিনজন

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com