Latest News

মগবাজারে দুর্বৃত্তদের গুলিতে একই পরিবারের তিনজন নিহত



এসবিএন ডেস্ক : রাজধানীর মগবাজার এলাকায় একটি বাড়িতে ঢুকে গুলি চালিয়ে এক নারীসহ তিনজনকে হত্যা করেছে দুর্বৃত্তরা এছাড়া হৃদয় (১৮) নামে অপর একজন আহত হয়েছেন পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সোনালীবাগে চান বেকারীর গলিতে এই হত্যাকাণ্ড ঘটেছে নিহতরা হলেন- বৃষ্টি ওরফে রানু (৩০), মুন্না (২২) বেলাল (২০) ঢাকা মেডিকেল কলেজ ফাঁড়ি পুলিশের পরিদর্শক মোজাম্মেক হক জানান, রাত সাড়ে ৮টার দিকে চারজনকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হলে চিকিৎসক রানু, মুন্না, বেলালকে মৃত ঘোষণা করেন তিনি বলেন, রাত পৌনে ৮টার দিকে ১০/১২ জন সন্ত্রাসী সোনালীবাগের চান বেকারির গলির ওই বাসায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছোড়ে স্থানীয়রা জানান, শীর্ষ সন্ত্রাসী কালাবাবু বাহিনীর সন্ত্রাসীরা ৭৮ নং বাড়িতে ঢুকে ওই বাড়ির ভাড়াটিয়া বিল্লাল হোসেন, মুন্না রানুকে গুলি করে নিহত রানু টিনশেড ওই বাড়ির মালিক এবং মোল্লা বেলাল ভাড়াটিয়া বলে জানা গেছে আহত হৃদয় নিহত রানুর ভাই হৃদয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।  বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, একটি বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবু ৭৮ নম্বর সোনালীবাগের বাড়িতে এলোপাথাড়ি গুলি করে। নিহত রানুর চাচা শাহ আলম জানান, এক মাস আগে থেকে কালু নামে এক সন্ত্রাসী দুই লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল চাঁদা না দেয়ায় কালু সদলবলে এসে গুলি চালিয়ে যায় নিহত রানুর ভাই শামীম জানান, বৃহস্পতিবার রাত সোয়া আটটার দিকে মগবাজার সোনালীবাগে একটি বাড়ির দেওয়াল তৈরি করাকে কেন্দ্র করে সন্ত্রাসী কালাবাবু আমাদের ৭৮নং সোনালীবাগের বাড়িতে ঢুকে এলোপাথাড়ি গুলি করে

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com