Latest News

সম্প্রচার নীতিমালায় জামায়াতের বিক্ষোভ


এসবিএন ডেস্ক সম্প্রচার নীতিমালার প্রতিবাদে আগামী আগস্ট বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী এই নীতিমালা সংবাদপত্রসহ সব গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের অধিকার হরণ করার লক্ষ্যে করা হয়েছে বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ডা. শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন বিবৃতিতে তিনি বলেন, ‘সংবাদপত্রসহ সকল গণমাধ্যমের স্বাধীনতা নিয়ন্ত্রণ এবং মত প্রকাশের অধিকার হরণ করার লক্ষ্যে সরকার যে সম্প্রচার নীতিমালা চূড়ান্ত করেছে তা গতকাল আগস্ট মন্ত্রিপরিষদ অনুমোদন করেছে। অনুমোদিত সম্প্রচার নীতিমালার আমি তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। তিনি আরো বলেন, ‘তথ্য মন্ত্রণালয় সম্প্রতি নির্বাহী আদেশে পত্রিকার প্রকাশনা বাতিলের ক্ষমতা যুক্ত করেদ্য প্রিন্টিং প্রেসেস অ্যান্ড পাবলিকেশন্স অ্যাক্ট-১৯৭৪সংশোধন করে সরকার গণমাধ্যমের স্বাধীনতা হরণের পদক্ষেপ গ্রহণ করেছে। নীতিমালার মাধ্যমে টিভি চ্যানেলের টকশো এবং সভা-সমাবেশে বক্তব্য দেয়ার অধিকার হরণ করার চক্রান্ত করা হচ্ছে। দেশের স্বাধীনচেতা গণতন্ত্রকামী জনগণ এই সম্প্রচার নীতিমালা কিছুতেই মেনে নিতে পারে না। এই সম্প্রচার নীতিমালা পাশ করা হলে কোনো গণমাধ্যমই সরকার, সরকারি কর্মকর্তা, সরকারি কোনো প্রতিষ্ঠানের কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি অন্যায়-অবিচার সমালোচনা করতে পারবে না বলে মনে করেন তিনি

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com