Latest News

সৌদি আরবে রাজতন্ত্র বিরোধী বিক্ষোভ



এসবিএন ডেস্ক : সৌদি আরবের পূর্বাঞ্চলীয় কাতিফ প্রদেশের অধিবাসীরা  ফের রাজতন্ত্র বিরোধী ব্যাপক বিক্ষোভ দেখিয়েছেন। দেশটির নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর ব্যাপক দমনপীড়ন চালানো সত্ত্বেও তারা এ বিক্ষোভ দেখান। দেশটির শিয়া মুসলমানদের উপর নিরাপত্তা বাহিনীর অব্যাহত দমন পীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে তারা গতকাল (শুক্রবার) এ  বিক্ষোভ করেন। শীর্ষস্থানীয় ধর্মীয় নেতা ও আলেম শেখ নিমর আল-নিমরসহ কারাগারে আটক আলেমদের প্রতি সংহতি প্রকাশ করেন তারা। শেখ নিমর আল-নিমর ২০১২ সালের জুলাই মাসে কাতিফে গ্রেফতার হন। সৌদি সরকার তাকে অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়ে কারাগারে আটকে রেখেছে। অবশ্য আদালত তার বিরুদ্ধে দেয়া  চুড়ান্ত রায় স্থগিত রেখেছে।  দেশের নিরাপত্তা বিঘ্নিত করা, রাজতন্ত্র বিরোধী ব্ক্তব্য দেয়া, শুক্রবারের জুমার খোতবায়  সৌদি বাদশাহ আব্দুল্লাহর সমালোচনা করা এবং কারাগারে আটক রাজবন্দিদের পক্ষে বক্তব্য দেয়ার অপরাধে তাকে নিরাপত্তা বাহিনী গ্রেফতার করে।  ২০১১ সাল থেকে সৌদি আরবের পূর্বাঞ্চলীয় তেলসমৃদ্ধ কাতিফ প্রদেশের অধিবাসীরা দেশটিতে  রাজনৈতিক সংস্কার এবং বৈষম্য দুর করার লক্ষ্যে   রাজতন্ত্র বিরোধী ব্যাপক বিক্ষোভ দেখিয়ে আসছে। মানবাধিকার কর্মীরা বলছেন, রাজতান্ত্রিক দেশটির কারাগারগুলোতে অন্তত ৩০,০০০ রাজবন্দি রয়েছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com