Latest News

আওয়ামীলীগ দেশকে রক্তাক্ত জনপদে পরিণত করছে : মির্জা আলমগীর



এসবিএন ডেস্ক : বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে সরকার সারাদেশকে রক্তাক্ত জনপদে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  তিনি বলেন, জনপ্রিয়তা শূন্যের কোঠায় আঁচ করতে পেরেই সরকার ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে সর্বগ্রাসী অনাচার চালিয়ে যাচ্ছে। সেজন্য সারাদেশকে রক্তাক্ত জনপদে পরিণত করা হয়েছে। বিরোধী দলের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করার জন্য সরকার মরণঘাতি কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দলীয় ক্যাডার সাজিয়ে হত্যা, গুম, অপহরণের কাজে অত্যন্ত পরিকল্পিতভাবে ব্যবহার করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তান্ডব ও সন্ত্রাসী কর্মকান্ডে বিরোধী দলীয় নেতাকর্মীসহ দেশের সাধারণ মানুষ উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে। শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। পিরোজপুরের দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা শহীদুলের ওপর পুলিশি হামলার নিন্দা জানিয়ে এ বিবৃতি দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।  মির্জা আলমগীর বলেন, ‘অবৈধসরকারের পুলিশ বাহিনী শুক্রবার সকালে পিরোজপুর জেলার সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়ন বিএনপি নেতা শহীদুলকে নৃশংসভাবে পেটে গুলি করেছে। তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। গুলিবিদ্ধ শহীদুল এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। অবিলম্বে শহীদুলের ওপর গুলিবর্ষণকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান মির্জা আলমগীর। একই সঙ্গে আহত শহীদুলের সুস্থতা কামনা করেন তিনি। শিগগিরই বৃহত্তর গণআন্দোলনের মাধ্যমে নব্য বাকশালীশাসনের পতন ঘটানো হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা আলমগীর । 

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com