Latest News

কাল জামায়াতের ‘শান্তিপূর্ণ’ বিক্ষোভ



এসবিএন ডেস্ক.আগামীকাল ১৪ আগস্ট বৃহস্পতিবার দেশব্যাপীশান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ড.শফিকুল ইসলাম মাসুদসহ নেতাকর্মীদের গ্রেফতার করে পুলিশ রিমান্ডে নিয়ে অত্যাচার-নির্যাতন চালানোর প্রতিবাদে এ বিক্ষোভ ডেকেছেন দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান। আজ বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন। ডা. শফিক বলেন, . শফিকুল ইসলাম মাসুদকে পুলিশ রিমান্ডে নিয়ে তার ওপর অত্যাচার-নির্যাতন চালানোর ফলে তিনি গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়ায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। রিমান্ডে নিয়ে রাজনৈতিক দলের নেতাকর্মীদের ওপর অমানসিকভাবে জুলুম-নির্যাতন চালানো সম্পূর্ণ অন্যায় ও মানবাধিকার পরিপন্থী। তিনি আরও বলেন, . মাসুদের অসুস্থতার খবরে তার পরিবার, আত্মীয়স্বজন ও রাজনৈতিক সহকর্মীরা গভীরভাবে উদ্বিগ্ন ও মর্মাহত। তাকে রিমান্ডে নিয়ে তার ওপর জুলুম-নির্যাতন চালিয়ে সরকার সম্পূর্ণ বেআইনী ও অমানবিক কাজ করছে।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com