এসবিএন ডেস্ক : জাতীয় সম্প্রচার
নীতিমালার প্রতিবাদে মঙ্গলবার রাজধানীর
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ
করার অনুমতি পেয়েছে বিএনপি
নেতৃত্বাধীন ২০ দলীয়
জোট। সোমবার
বিকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশ
শর্তসাপেক্ষে সমাবেশের অনুমতি
দেয়। এর
আগে সমাবেশের জন্য প্রশাসনের
কাছে লিখিতভাবে আবেদন করে
২০
দলীয় জোট।
কিন্তু সোমবার পর্যন্ত সমাবেশের
অনুমতি না পাওয়ায় বিএনপির
যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু’র
নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি
দল
ডিএমপি কার্যালয়ে যান। পরে সোমবার
বিকালে শর্তসাপেক্ষে মৌখিকভাবে সোহরাওয়ার্দীতে
সমাবেশ করার অনুমতি দেয়
পুলিশ। প্রসঙ্গত,
জোটনেত্রী বেগম খালেদা জিয়ার
পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের
পরে আন্দোলন কর্মসূচির অংশ
হিসেবে জাতীয় ইস্যুতে কর্মসূচি
ঘোষণা করে ২০ দলীয়
জোট। কর্মসূচিতে
জাতীয় সমপ্রচার নীতিমালার প্রতিবাদে
১৯
আগস্ট মঙ্গলবার দুপুর ২টায়
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রতিবাদ
সমাবেশ করার ঘোষণা দেয়া
হয়। এছাড়া একই
দিন দেশব্যাপী জেলা ও
মহানগরে ২০ দলীয় জোটের
উদ্যোগে একই ইস্যুতে প্রতিবাদ
মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
হবে।