Latest News

২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে র্বামিংহাম আওয়ামী লীগের প্রতিবাদ সভা


এসবিএন ডেস্ক.বাংলাদেশের গনতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকার এবং উন্নয়নকে স্তব্দ করার সূদৃঢ় প্রসারী পরিকল্পনায় দেশী-বিদেশী এবং বিএনপি-জামাত চক্র জননেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যই ২১শে আগষ্ট গ্রেনেড হামলা করেছিলো ; কিন্তু আল্লাহর অশেষ রহমতে এবং বাংলাদেশের মানুষের দোয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করা সম্ভব হয়নি। কথাগুলো বলা হয়েছে বার্মিংহাম আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক প্রতিবাদ সভায়। ২১শে আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বার্মিংহামের কভেন্ট্রি রোডের একটি রেষ্টুরেন্টে গত ২১ আগষ্ট এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। বামিংহাম আওয়ামী লীগের সভাপতি কবীর উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম কিসলুর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামিলীগ নেতা আলহাজ্ব বশির মিয়া কাদির,বৃহত্তর সিলেট গনদাবী পরিষদ ইউকের সভাপতি আলহাজ্ব আলী ঈসমাইল,উদীচি বার্মিংহামের সভাপতি সৈয়দ এলাহি হক শেলু ও সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসিক,জাতীয় পার্টি বার্মিংহাম শাখার সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন হেলাল,সাংবাদিক নাসির আহমেদ শ্যামল,আওয়ামিলীগ নেতা এনামুল হক খান নেপা,অধ্যাপক আব্দুল ওয়াদুধ,জয়নাল আহমেদ,কবির শায়েক,রাজু আহমেদ,মিডল্যান্ডস ছাত্রলীগের সভাপতি তাজুল ইসলাম প্রমূখ। প্রতিবাদ সভা শেষে মৌলানা আব্দুল্লাহের পরিচালনায় ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত নেতাকর্মীদের রুহের মাগফেরাত কামনা করে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com