এসবিএন ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ১৫ আগস্ট জন্মদিন পালন না করার অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ। খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, আগস্ট মাস বাঙালি জাতির জন্য শোকের মাস। প্রতিবারের মতো এবারও যদি খালেদা জিয়া ১৫ আগস্ট ভুয়া জন্মদিন পালন করেন; তাহলে প্রমাণিত হবে তিনি ১৯৭৫’র ঘাতকদের সঙ্গে ছিলেন। শনিবার বিকেলে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগ কার্যনির্বাহী কমিটির সঙ্গে সহযোগী, ভ্রাতৃপ্রতীম ও ঢাকা মহানগর আওয়ামী লীগের এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। হানিফ বলেন, বাঙালি জাতির শোকের দিনে খালেদা জিয়া মিথ্যা জন্মদিন পালন করেন। জাতির জন্য এটা অত্যন্ত দুঃখজনক। তাকে আমরা অতীতেও অনুরোধ করেছি। এখনো অনুরোধ করবো তিনি যেন ১৫ আগস্ট মিথ্যা ও ভুয়া জন্মদিন পালন না করেন।
এসময় তিনি ১৫ আগস্ট ‘জাতীয় শোক দিবস’ উপলক্ষে আট দিনের কর্মসূচি ঘোষণা করেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের সভাপতিত্বে বৈঠকে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, নূহ-উল-আলম লেলিন, অ্যাডভোকেট সাহারা খাতুন, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ডা. দীপু মণি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী প্রমুখ।