হামাস যোদ্ধা |
এসবিএন
ডেস্ক : ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস বলেছে, ইহুদিবাদী ইসরাইলকে কোনো ছাড়
দেয়া হবে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টার মুখেও যখন ইসরাইল হামাসের দাবি না
মানার বিষয়ে অনমনীয় অবস্থান নিয়েছে তখন প্রতিরোধ সংগঠনটি এ কথা ঘোষণা করল।
হামাসের অন্যতম মুখপাত্র ফাওজি
বারহুম এক বিবৃতিতে বলেছেন, “পিছিয়ে
আসার কোনো সুযোগ নেই, প্রতিরোধ
চলবে।” তিনি
আরো বলেছেন, “দখলদাররা
নমনীয়তার ধারে কাছেও আসবে না এবং আমরাও আমাদের জনগণের দাবির বিষয়ে কোনো ছাড় দেব
না।” গত মঙ্গলবার হামাস ও ইসরাইলের মধ্যে ৭২ ঘণ্টার যুদ্ধবিরতি কার্যকর হয়
এবং শুক্রবার সকালে এর মেয়াদ শেষ হয়। যুদ্ধবিরত চলার ভেতরেই মিশরের রাজধানী কায়রোয়
দুপক্ষ যুদ্ধবিরতির আলোচনায় বসে। তবে ইহুদিবাদী ইসরাইলের একগুঁয়েমির কারণে স্থায়ী
যুদ্ধবিরতি করা যায় নি। অবশ্য, মধ্যপ্রাচ্য বিষয়ক মার্কিন দূত এখনো কায়রোয় অবস্থান করছেন এবং
দু পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির বিষয়ে চুক্তিতে পৌঁছানোর জন্য চেষ্টা করছেন।