Latest News

বিয়ানীবাজারে যাত্রীবেশী ডাকাতদের ছুরিকাঘাতে সিএনজি চালকের মৃত্যু ॥ আটক-৫



সুফিয়ান আহমদ,বিয়ানীবাজার প্রতিনিধিঃ বিয়ানীবাজারে যাত্রীবেশী পাঁচ ডাকাত সিএনজি চালককে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালানোর সময় জনতার হাতে পাকড়াও হয়েছে। এরপর জনতা তাদের উত্তম মাধ্যম দিয়ে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে সোপর্দ করে। আহত সিএনজি চালককে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহত সিএনজি চালকের নাম হযরত আলী (৩৫)। সে গত ৭/৮ বছর থেকে দক্ষিণ সুরমার আলমপুরের একটি কলোনীতে বসবাস করে আসছে। তার বাড়ি সুনামগঞ্জ সদরের জাহাঙ্গীরনগরে। পুলিশ পাঁচ ডাকাতকে থানা হাজতে রেখে জিজ্ঞাসাবাদ করছে। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে বিয়ানীবাজার থানায় পাঁচ ডাকাতের নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। পুলিশ সুত্রে জানা যায়, রোববার রাত ১০টায় যাত্রীবেশী পাঁচ ডাকাত সিলেট থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে বিয়ানীবাজারের কথা বলে সিএনজি (সিলেট-থ- ১২-৩১৫৫) ভাড়া করে। পথিমধ্যে উপজেলার কুড়ার বাজার ইউনিয়নের দেউলগ্রামের প্রবেশদ্বার নির্জন তক্তার পুলনামক স্থানে আসা মাত্র ডাকাতরা সিএনজি চালককে প্রচন্ড বৃষ্টির মধ্যে সুযোগবুঝে উপর্যুপুরি ছুরিকাঘাত করে। ছুরিকাঘাতে সিএনজি চালক গুরুত্বর আহত হলে তাকে রাস্তার  পাশের একটি ডোবায় ফেলে সিএনজি নিয়ে পালিয়ে যায়। এসময় সিএনজি চালককের আর্তচিৎকারে রাস্তায় যাতায়াতকারী গাড়ি এবং এলাকাবাসী এগিয়ে আসলে তিনি সিএনজি নাম্বার এবং ঘটনা বলেন। এরপর এলাকাবাসী তাকে উদ্ধার করে বিয়ানীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে তাকে সিলেট প্রেরণ করা হয়। তার কাছ থেকে গাড়ীর নাম্বার নিয়ে বিয়ানীবাজার থানা পুলিশসহ বিভিন্ন জনের কাছে মোবাইলে খবরটি ছড়িয়ে দেয়া হয়। রাত আনুমানিক ১১টার দিকে পৌরশহরের মুছা মার্কেটের সামনে থেকে সিএনজিসহ পাঁচ ডাকাতকে আটক করে স্থানীয় জনতা উত্তম মাধ্যম দিয়ে বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করে। আটক ডাকাতরা হলো- দক্ষিণ সুনামগঞ্জ থানার ভাইকাপন গ্রামের মৃত বাদশা মিয়ার পুত্র সুমন আহমদ (২০), বরুমপুর গ্রামের মুস্তাক মিয়ার পুত্র জাকারিয়া আহমদ মুন্না  (২৩), সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার গোছগাও গ্রামের রোশন আলীর পুত্র শহিদুল ইসলাম (২১), দক্ষিণ সুনামগঞ্জ জেলার বুরুমপুর গ্রামে ফজিল বারীর পুত্র সিফু মিয়া (২২) ও দক্ষিণ সুনামগঞ্জ জেলার বুরুমপুর গ্রামের হরমুজ আলীর পুত্র মোঃ রুহুল আমিন (২১)।  প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঘটনার সাথে জড়িত বলে স্বীকার করেছে। ইতিমধ্যে তাদেরকে সিলেট কোর্টে প্রেরণ করা হয়েছে। পুলিশের ধারণা তারা এরকম আরো ঘটনার সাথে জড়িত থাকতে পারে।  এব্যাপারে বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  আবুল কালাম আজাদ জানিয়েছেন, এ ঘটনায় থানায় নিহতের ভাই শুক্কুর আলী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com