
এসবিএন ডেস্ক : সিলেটের
দক্ষিণ সুরমায় আত্তর আলী (৩৫) নামে বিএনপির এক নেতাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সিলাম ইউনিয়নের
মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত
অবস্থায় আত্তর আলীকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়েছে। আত্তর আলী সিলাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ
সম্পাদক ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য। তিনি মোহাম্মদপুর গ্রামের সোয়াব আলীর
ছেলে। স্থানীয়রা জানায়, সিলেট নগরী থেকে বাড়িতে ফেরার পথে মোহাম্মদপুর
গ্রামে ২/৩টি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তার উপর হামলা করে। দুর্বৃত্তরা তাকে
মৃত ভেবে ফেলে যায়। পরবর্তীতে
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে
তার শরীরে কয়েক দফা অস্ত্রপচার করা হয় বলে মেডিকেল সূত্র জানায়। সিলেট
মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ঘটনার
সত্যতা স্বীকার করে বলেন , অভিযোগ
এলে ঘটনাটি খতিয়ে দেখা হবে।