Latest News

ইরাকে মসজিদে হামলা, নিহত ৭৩এসবিএন ডেস্ক : ইরাকের পূর্বাঞ্চলের দিয়ালা প্রদেশে একটি মসজিদে সশস্ত্র জঙ্গিদের হামলায় অন্তত ৭৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও শতাধিক লোক। স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের বরাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, শুক্রবার দিয়ালা প্রদেশের বাকুবা শহরের একটি এলাকায় সুন্নি সমপ্রদায়ের ওই মসজিদে হামলা চালায় শিয়াপন্থী জঙ্গিরা। বার্তা সংস্থা আল জাজিরার স্থানীয় প্রতিনিধি জানে আরাফ জানান, সমপ্রতি একটি অনুষ্ঠানে বোমা হামলায় কয়েকজন শিয়াপন্থী মারা যাওয়ার জবাবে এ হামলা চালানো হতে পারে বলে মনে করা হচ্ছে। তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে এ ব্যাপারে কিছু বলা হয়নি। তবে, সামপ্রদায়িক সংঘাতে নিঃশেষ হতে থাকা দেশটিতে মসজিদে হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন ধর্মীয় নেতারা।

যোগাযোগ

Editor:Sahadul Suhed, News Editor:Loukman Hossain E-mail: news.spainbangla@gmail.com