এসবিএন ডেস্ক. কয়েক দিন ধরেই বলিউডের বাজার সরগরম একটি নতুন
খবরে। মা হতে চলেছেন রানি মুখোপাধ্যায়! বিভিন্ন অনুষ্ঠানে আনারকলি চুড়িদার অথবা
ঢিলেঢালা পোশাকে তার উপস্থিতি এই জল্পনায় আরও ধোঁয়া যুগিয়েছে। সম্প্রতি রানি তার
মুক্তি পেতে চলা ছবি মরদানির প্রোমোশনে হাজির হয়েছিলেন ঝলক দিখলা যা-র সেটে।
সেখানেও তিনি হাজির হয়েছিলেন একটি বড় ঘেরের চুড়িদার পরেই। কেবল তা-ই নয়,
সেটের
কলাকুশলীদের থেকে জানা যায়, একটি লম্বা সিঁড়িতে ওঠার সময় রানিকে রীতিমতো
সাহায্য করতে হয় সহ-শিল্পীকে। এ প্রসঙ্গে রানিকে প্রশ্ন করা হলে অবশ্য একটুও
রাগেননি তিনি। বরং জানিয়েছেন, ‘এর আগে আমার ভক্তরা আমার বিয়ে নিয়ে নানা গুজব
শুনেছিল। শেষ পর্যন্ত সেই গুজব সত্যিও হয়েছে। এখন আমার মা হওয়ার গুজবটিও যদি সত্যি
হয়, তবে ক্ষতি কী? ভালোই তো। প্রত্যেক নারীই তো মাতৃত্বের মাধ্যমে
সম্পূর্ণতা লাভ করে। আমিও তাই চাই।’ বলিউডের
খানদানি প্রযোজক চোপড়া পরিবারের এই নববধূ গত এপ্রিলেই গাঁটছড়া বেঁধেছেন
প্রযোজক-পরিচালক আদিত্য চোপড়ার সাথে। যদিও তার আগে দীর্ঘদিন ধরেই ঘনিষ্ঠ সম্পর্ক
ছল দুজনের।